Apan Desh | আপন দেশ

হোয়াটসঅ্যাপে ছবির সঙ্গে যুক্ত হবে গান

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪, ২১ জানুয়ারি ২০২৫

হোয়াটসঅ্যাপে ছবির সঙ্গে যুক্ত হবে গান

ছবি: ইন্টারনেট

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরদের উন্নত পরিষেবা দেয়ার জন্য মেটা নতুন নতুন ফিচার যুক্ত করছে। তবে এবার তারা এমন এক ফিচার নিয়ে আসতে চলেছে, যা সংগীতপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মেটা নতুন ফিচার নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করছে। যার ফলে এবার থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটে মিউজিক অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা।

বিটা ইউজাররা আপাতত এই ফিচার ব্যবহার করতে পারছেন। তবে খুব শিগগিরই ব্যবহারকারীর এ ফিচার সুবিধা নিতে পারবেন। এর কার্যকারিতা অনেকটা ইনস্টাগ্রামের মিউজিক ক্যাটালগের মতো হবে। 

যার ফলে ব্যবহারকারীরা গানের তালিকা থেকে নিজেদের পছন্দমতো গান ব্যবহার করতে পাবেন। পাশাপাশি তারা ট্রেন্ডিং মিউজিক থেকেও গান ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে গানের নির্দিষ্ট অংশও সিলেক্ট করা যাবে।

যেভাবে এ ফিচার কাজ করবে-
ব্যবহারকারীরা গান এবং ট্রেন্ডিং ট্র্যাক ব্যবহার করতে পারবেন। ছবির জন্য ১৫ মিনিট পর্যন্ত ভিডিও থেকে মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। তবে ব্যবহারকারীরা যদি একটি ভিডিওর মিউজিক অ্যাড করতে চান, তাহলে আরও একটু বেশি দীর্ঘ মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। কন্টেন্টের সঙ্গে গান সিঙ্ক করা যেতে পারে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়