Apan Desh | আপন দেশ

রিয়েলমি সি৬৩ স্মার্টফোনের দাম কমল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৬, ২৩ জানুয়ারি ২০২৫

রিয়েলমি সি৬৩ স্মার্টফোনের দাম কমল

ছবি সংগৃহীত

দেশের বাজারে রিয়েলমির সি৬৩ স্মার্টফোনের দাম কমাল। এআই ফিচারযুক্ত এ স্মার্টফোনটি বর্তমানে ১৫ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হবে। ফোনটির আগে দাম ছিলো ১৬ হাজার ৯৯৯ টাকা।

চীনা কোম্পানি রিয়েলমি তাদের সি৬৩ স্মার্টফোনটিতে অনবদ্য সব ফিচার যুক্ত করেছে। ফোনটি দ্রুত চার্জ হওয়ার জন্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থাসহ ৫ হাজার এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে। শক্তিশালী চার্জিং ব্যবস্থার সুবাদে মাত্র ১০ মিনিটে ২০ পার্সেন্ট, ৩০ মিনিটে ৫০ পার্সেন্ট এবং ৭৯ মিনিটেই পুরোপুরি চার্জ হয় ফোনটি। ফোনটি মাত্র তিন মিনিট চার্জ করেই টানা একঘন্টা ইউটিউব দেখা যাবে।

রিয়েলমির সি৬৩ ফোনটি টিইউভি রেইনল্যান্ড সেফ ফাস্ট-চার্জ সিস্টেম সার্টিফিকেশন পেয়েছে। চার্জিং সিস্টেম সর্বোচ্চ নিরাপত্তা মান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এ সার্টিফিকেট পাওয়া যায়।

আরও পড়ুন<<>> সাত টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল

রিয়েলমি সি৬৩ এর পেছনের কভারে রয়েছে ভেগান লেদার ডিজাইন। যা আগে শুধুমাত্র ফ্লাগশিপ স্মার্টফোনে দেয়া হতো। ঝকঝকে বিলাসবহুল দেখতে ফোনটি টেকসই এবং দাগ প্রতিরোধক। এতে রয়েছে এয়ার জেস্টার এবং রেইনওয়াটার স্মার্ট টাচের মতো ফ্লাগশিপ লেভেলের এআই ফিচার। আগে শুধুমাত্র রিয়েলমি নাম্বারস এবং জিটি সিরিজের স্মার্টফোনে এ ফিচার মিলতো।

এয়ার জেস্টারস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যখন খাওয়া, ব্যায়াম অথবা রান্নার মতো কাজে ব্যস্ত থাকবেন তখন তারা অনায়ানে ভিডিও দেখতে পারবেন এবং কল রিসিভ করতে পারবেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়