Apan Desh | আপন দেশ

দেশের বাজারে শাওমির দুই নতুন স্মার্টওয়াচ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

দেশের বাজারে শাওমির দুই নতুন স্মার্টওয়াচ

ফাইল ছবি

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে এসেছে রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ ও রেডমি ওয়াচ ৫ লাইট। আধুনিক ফিচার, আকর্ষণীয় ডিজাইন ও সাশ্রয়ী মূল্যের এ স্মার্টওয়াচ দুটি তরুণদের গতিশীল জীবনধারার সঙ্গে মানানসই। যা তরুণদের গতিশীল জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

ফিচারসমৃদ্ধ এ স্মার্টওয়াচ দুটি ফ্যাশন ও ব্যবহারিক সুবিধায় চমৎকার ভারসাম্য আনবে। যা বাংলাদেশের শাওমি ফ্যানদের সবসময় কানেক্টেড ও অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে।  

এ স্মার্টওয়াচটিতে রয়েছে ২ ইঞ্চির বিশাল এলসিডি ডিসপ্লে। স্ক্রিন-টু-বডি রেশিও ৭০ শতাংশের বেশি হওয়ায় এটি দেখতে আকর্ষণীয় ও ব্যবহারেও সুবিধাজনক। ২০০টির বেশি ওয়াচ ফেস থাকায় ব্যবহারকারীরা নিজেদের মুড ও স্টাইল অনুযায়ী লুক বদলাতে পারবেন।

ফ্রেমে ম্যাট ফিনিশ থাকায় এটি হাতে বেশ স্মার্ট দেখাবে। মিডনাইট ব্ল্যাক ও ম্যাট সিলভার—দুটি রঙেই পাওয়া যাবে স্মার্টওয়াচটি।

এ মডেলটিতে রয়েছে ১.৯৬ ইঞ্চির আমোলেড আল্ট্রা-ক্লিয়ার ডিসপ্লে। হালকা ও স্টাইলিশ স্কয়ার ডিজাইন সমৃদ্ধ এ স্মার্টওয়াচটি পাওয়া যাবে লাইট গোল্ড ও ব্ল্যাক রঙে।

এতে এওডি মোড থাকায় স্ক্রিনের তথ্য সহজেই দেখা যাবে। উন্নত কলিং সুবিধার জন্য এতে আছে ইন্ডিপেন্ডেন্ট রিসিভার ও ফাইভ-সিস্টেম জিএনএসএস চিপ। ফলে জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, বেইদু ও কিউজেডএসএস স্যাটেলাইট পজিশনিং ব্যবহার করা যাবে।

দুইটি স্মার্টওয়াচেই রয়েছে হার্ট রেট ও অক্সিজেন লেভেল মনিটরিং। এতে ১৪০টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে, যেমন রানিং, ওয়াকিং, সাইক্লিং, রোয়িং, সুইমিং ইত্যাদি।

স্মার্টওয়াচ দুটি ৫ এটিএম পানি প্রতিরোধী হওয়ায় বৃষ্টি, হাত ধোয়া বা সুইমিং করার সময়ও নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

দুই মডেলেই ডুয়াল-মাইক্রোফোন নয়েজ রিডাকশন ও ব্লুটুথ কলিং ফিচার রয়েছে। ৪৭০ এমএএইচ ব্যাটারি থাকায় একবার চার্জে ১৮ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। শাওমির হাইপারওএস থাকায় অন্যান্য শাওমি স্মার্ট ডিভাইসের সাথে সহজেই কানেক্ট করা যাবে।

শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ ও রেডমি ওয়াচ ৫ লাইট শাওমির অনুমোদিত রিটেইল স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে।

শাওমি কর্পোরেশন ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালে হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এটি বিশ্বের অন্যতম শীর্ষ কনজিউমার ইলেকট্রনিক্স ও স্মার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ২০১৮ সালের ১৭ জুলাই শাওমি বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। এখন এটি দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর একটি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়