Apan Desh | আপন দেশ

যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহ করছে রোবট, সরাচ্ছে আহতদেরও

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ১ এপ্রিল ২০২৫

যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহ করছে রোবট, সরাচ্ছে আহতদেরও

ছবি: সংগৃহীত

কোনো ড্রাইভার নেই। অথচ সেনা সদস্যদের নিয়ে নিরাপদ দূরত্বের খোঁজে ছুটে চলেছে সামরিক যান। কল্পবিজ্ঞানের কোনো গল্পের কথা হলেও বাস্তবে হচ্ছে এমনটিই। এসব সামরিক যানে ব্যবহার করা হচ্ছে বিশেষ রোবট। যা পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে। এআই পরিচালিত এসব যান চলছে কোনো চালক ছাড়াই।

জার্মান স্টার্টআপ আর্ক্স রোবোটিক্স তৈরি করেছে এ এআই রোবট। ৫০০ কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম এ রোবটটি কাজ করতে পারে ৪০ কিলোমিটার পর্যন্ত এলাকাজুড়ে। রোবটটি এরই মধ্যে ব্যবহার করা হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। ইউক্রেনীয় সেনাদের অস্ত্র, গোলাবারুদ, খাবারসহ নানা সামরিক সরঞ্জাম সরবরাহের কাজ করছে এটি। আহত সেনাদের নিরাপদে সরিয়ে নেয়ার কাজও করতে পারে এ রোবট। বর্তমানে এ যুদ্ধে সক্রিয় রয়েছে গেরিয়ন আরসিএসের ৩০টি ইউনিট।

আর্ক্স রোবোটিক্সের চিফ অপারেটিং অফিসার (সিওও) স্টেফান রোবেল বলেন, এমন অনেক ঝুঁকিপূর্ণ জায়গা আছে, যেখানে সাধারণত কেউ যেতে চায় না। এমন সব জায়গায় গিয়েও কাজ চালিয়ে যেতে পারে রোবটটি।

চালকবিহীন এ স্থলযানটি সক্ষম স্বয়ংক্রিয় নেভিগেশনে। সামনে কোনো বাধা থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রোবটটি তা নিজেই বুঝতে পারে। মেডিকেল সেন্সরের মাধ্যমে আহত সেনাদের অবস্থা পর্যবেক্ষণ করতে পারে গেরিয়নের এ মডেলটি। ফলে তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।

গেরিয়ন আরসিএস এর সক্ষমতা নিয়ে খুবই আশাবাদী এটির নির্মাতারা। যুদ্ধে ব্যবহৃত অন্যান্য যন্ত্রের চেয়ে এ রোবটটিকেই এগিয়ে রাখছেন তারা।

স্টেফান রোবেল বলেছেন, বর্তমান বাজারে নিজেদেরকে প্রতিযোগী হিসেবে দেখছি না, বরং নতুন সংযোজন হিসেবে দেখছি। কারণ, বাজারে এখন যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো খুবই ব্যয়বহুল, এদের রক্ষণাবেক্ষণও কঠিন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সামরিক শক্তি বৃদ্ধি ও যুদ্ধাস্ত্র তৈরির ক্ষেত্রে অর্থনৈতিক রক্ষণশীলতা বজায় রেখে আসছিল জার্মানি। সম্প্রতি দেশটির সরকার দীর্ঘদিনের এ নীতি ভেঙে সামরিক ক্ষেত্রে বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এতে নতুন সম্ভাবনার দ্বার খুলে যায় যুদ্ধে ব্যবহৃত এ ধরনের প্রযুক্তির। সূত্র: যমুনা টিভি

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়