Apan Desh | আপন দেশ

ফেসবুকে বন্ধুতালিকা লুকিয়ে রাখার উপায়

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১২ এপ্রিল ২০২৫

ফেসবুকে বন্ধুতালিকা লুকিয়ে রাখার উপায়

ছবি : আপন দেশ

ফেসবুক প্রোফাইলে বন্ধু তালিকায় থাকে আত্মীয়, বন্ধু, সহকর্মীসহ নানা পরিচিতজন। কিন্তু অনেক সময় দেখা যায়, অপরিচিত মানুষরাও সে তালিকা দেখে অবাঞ্ছিতভাবে বন্ধুত্বের অনুরোধ পাঠায় কিংবা তথ্য সংগ্রহ করে। এসব থেকে বাঁচতে ফেসবুকের প্রাইভেসি সেটিংস বদলে খুব সহজেই বন্ধুতালিকা লুকিয়ে রাখা যায়। অ্যান্ড্রয়েড অথরিটির একটি প্রতিবেদনে উঠে এসেছে কীভাবে আপনি বন্ধুতালিকা লুকিয়ে সবার থেকে আলাদা রাখবেন। চলুন দেখে নেয়া যাক—কম্পিউটার ও স্মার্টফোন থেকে কীভাবে এটি করা যায়।

কম্পিউটার থেকে বন্ধুতালিকা লুকানোর ধাপ:
এবার ‘হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট’  সেকশন থেকে আপনার পছন্দমতো অপশন বেছে নিন। এখানে গেলেই পাবলিল, ফ্রেন্ডস এবং অনলি দেখতে পাবেন। পাবলিল দিলে বন্ধুতালিকা সবাই দেখতে পারবে। ফ্রেন্ডসে শুধু বন্ধুরা দেখতে পারবে অন্যদিকে অনলি মির ক্ষেত্রে কেবল আপনি দেখতে পারবেন। 

স্মার্টফোন অ্যাপ থেকে বন্ধুতালিকা লুকানোর ধাপ: প্রথমে  ফেসবুক অ্যাপ খুলে ডান কোণের উপরের প্রোফাইল আইকনে ট্যাপ করুন। এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ক্লিক করুণ। ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অংশে গিয়ে ‘হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ’  নির্বাচন করুন। ‘হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট’ অপশন থেকে আপনার পছন্দমতো প্রাইভেসি সেটিং বেছে নিন।

এ সেটিং একবার পরিবর্তন করলেই আপনার বন্ধুতালিকা থাকবে কেবল যাদের আপনি দেখতে দিতে চান, তাদের চোখেই সীমাবদ্ধ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়