Apan Desh | আপন দেশ

হোয়াটসঅ্যাপে দেয়া যাবে ৯০ সেকেন্ডের ভিডিও স্ট্যাটাস

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ১৭ এপ্রিল ২০২৫

হোয়াটসঅ্যাপে দেয়া যাবে ৯০ সেকেন্ডের ভিডিও স্ট্যাটাস

ফাইল ছবি

এখন অনেকটা এমন হয়ে গেছে— সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমাতে যাবার আগে হোয়াটসঅ্যাপ চেক করা চাইই চাই। মাঝের সময়েও মেসেজিং অ্যাপটাতে বাড়তি নজর। ছবি, ভিডিও বা কোনো ডকুমেন্টস পাঠাতে অ্যাপটি অন্যতম ভরসার। ব্যবহারকারিদের কথা মাথায় রেখে নতুন নতুন ফিচারও নিয়ে আছে হোয়াটসঅ্যাপ।

স্টোরিতে ভিডিওর টাইম বাড়াতে যাচ্ছে যোগাযোগমাধ্যমের অন্যতম জনপ্রিয় অ্যাপটি। অ্যান্ড্রয়েডের জন্য বিটা ভার্সনের ব্যবহারকারীরা তাঁদের স্ট্যাটাস আপডেটে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ক্লিপ শেয়ার করতে পারবেন। আগে এটার পরিথি ছিল ৬০ সেকেন্ড।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা মসৃণ করতে এ সিদ্ধান্ত। এই ফিচার বর্তমানে বেশ কিছু অ্যান্ড্রয়েড বিটা টেস্টারের জন্য বরাদ্ধ আছে। ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে। যাদের কাছে লেটেস্ট বিটা ভার্সন আছে, তারা স্ট্যাটাস তৈরি করার সময় ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও আপলোড করে পরীক্ষা করতে পারবেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়