ছবি: আপন দেশ
আপন দেশ ডটকম দুই বছর পূর্ণ করছে আজ। ২০২২ সালের ২৫ জুলাই যাত্রা শুরু হয় আপন দেশ ডটকম-এর। এক দুই করে তৃতীয় বর্ষে পা রাখছে নিউজ পোর্টাল আপন দেশ। তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আমাদের সব পাঠক, শুভানুধ্যায়ীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
দু’বছর আগে আজকের এ দিনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল আপন দেশ ডটকম। দুই বছর খুব বেশি সময় নয়; বলা চলে, অঙ্কুরের পরের কাল। ক্ষণিকের এ পথচলাতেও প্রতিবন্ধকতা এসেছে; তবে চলার গতিতে ছেদ পড়েনি কখনও। কোনো রকম চাপের কাছে নতি স্বীকার না করে নির্ভীক ও আপসহীন সাংবাদিকতা করছে আপন দেশ ডটকম।
পাঠকের চাহিদা মেটাতে রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, ধর্মসহ সব ক্ষেত্রেই যথাযথ দায়িত্ব পালনের চেষ্টা করছে আপন দেশ। নিজস্ব স্বকীয়তা নিয়ে সংবাদ পরিবেশন করে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। হাজারো গণমাধ্যমের ভিড়ে দৃষ্টি ফেরাতে সচেষ্ট হয়েছে আপন দেশ।
গতিময় নাগরিক জীবনে এখন আধুনিক সংবাদ মাধ্যম হিসেবে অনলাইন নিউজ পোর্টাল খুবই জনপ্রিয়। তাৎক্ষনিক সব খবর জানতে চায় ব্যস্ত মানুষ। এ জন্যই বিশ্ব এখন অনলাইন গণমাধ্যমের দিকে ঝুঁকছে। ইন্টারনেটের কল্যাণে বিশ্বের যেকোনো প্রান্তের খবর জানা যায় মুহূর্তেই। দ্রুত সংবাদ পেতে যেমন অনলাইন পোর্টাল খু্বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমন আবার গুজব ছাড়াতেও ভূমিকা রাখছে। কত দ্রুত সংবাদ পাঠকের কাছে পৌঁছানো যায়, সে প্রতিযোগিতা করতে গিয়ে সংবাদের সত্যতাও যাচাই করছে না অনেক নিউজ পোর্টাল। ফলে পাঠকের আস্থা হারাচ্ছে তারা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
ডিজিটাল থেকে স্মার্ট জমানায় চারদিকে সোস্যাল মিডিয়ার দাপট। তবে প্রশ্ন উঠেছে, সোস্যাল মিডিয়ার মন্দ প্রভাব ও গ্রহণযোগ্যতা নিয়ে। সংবাদপত্রের দায়বদ্ধতা সর্বজনবিদিত। একজন সংবাদকর্মীকে খবর পরিবেশন করতে হয় সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে। একটি খবর কয়েক ধাপে ফিল্টারিংয়ের মাধ্যমেই পরিবেশিত হয়। সোস্যাল মিডিয়ায় তা হয় না। পাঠককে তাই সঠিক খবরের জন্য আজও গণমাধ্যমের ওপরেই আস্থা-ভরসা রাখতে হয়।
স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি এবং জাতীয় স্বার্থ আপন দেশ ডটকমের কাছে অগ্রগণ্য। বহু ও ভিন্নমত-পথের বৈচিত্র্যকে ধারণ করাই সংবাদ মাধ্যমের লক্ষ্য। আমরাও সে পথেই। একটি অনলাইন নিউজ পোর্টালকে প্রতিদিনই পাঠকের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হয়; দিতে হয় স্বচ্ছতা-বস্তুনিষ্ঠতার পরীক্ষা। পাঠক গ্রহণ করেছেন বলেই মাত্র দুই বছরে পাঠকপ্রিয়তা অর্জন করেছে আপন দেশ ডটকম। নির্ভীক, নিরপেক্ষ ও দলনিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে আপন দেশ ডটকম সামনের দিনেও সফল হবার দৃঢ়প্রত্যয় রাখে।
চলার পথে সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন- ধন্যবাদসহ এটাই আপন দেশ ডটকমের ক্ষুদ্র চাওয়া।
- প্রোমিতা আফরিন
সম্পাদক ও প্রকাশক
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।