বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলে দেয়া পত্র
বিএনপির তৃণমূলে দেয়া হয়েছে এক পাতার চিঠি। কেন্দ্রের পাঠানো এ চিঠিতে দলের তৃণমূলে বইছে ঝড়। আর এ ঝড়ো হাওয়ায় বাসমান কষ্টের তীর বিধেছে যুগপদ আন্দোলনের শরীকদের দিলেও। ক্ষণে ক্ষণে বাড়ছে যন্ত্রণা। যেনো জাতীয় নির্বাচনের আগেই তাদের মনে ক্ষোভের আগুন চলছে। এদিকে বিএনপির দফতর থেকে বাগিয়ে নেয়া চিঠি বাজারজাতও করছে সুবিধাপ্রাপ্ত মিত্ররা। কপাল পোড়ার আগাম বার্তা পেয়েছেন বিএনপিরই অনেকে।
চিঠির নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর কেনোসমেত প্রশ্নবানে বিদ্ধ হচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে, ক্ষোভ কমাতে, ঝড় থামাতে পাঠাতে হচ্ছে নতুন চিঠি।
একইমঞ্চে কর্মসূচি ঘোষণা, একসঙ্গে আন্দোলন করে আসছে বিএনপিসহ শরিকরা। অভিন্ন দাবিতে মাঠে ছিল মিত্ররাও। তবে কৌশল অবলম্বন করে কেউবা তৈরি করেছিল ভিন্ন মঞ্চও। তবে সবারই টার্গেট ছিল সরকার হটানো।
গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। পালিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। তৈরি হয়েছে নতুন প্রেক্ষাপট। সবার সামনে এখন নির্বাচনী হিসাব-নিকাশ। ড. মুহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে ভোটের মাধ্যমে বিজয়ের ছক তৈরি করছেন রাজনৈতিক দলগুলো। তবে বিএনপির বাইরে গড়ে উঠা দলগুলো হোচট খাচ্ছিল তৃণমূলে। কোথাও মারামারি, কোথাও গড়ে উঠেছিল বিএনপির প্রতিরোধ।
আরও পড়ুন<<>> সাংবিধানিক নিয়মেই রাষ্ট্রপতি অপসারণ: বিএনপি
গত দুই সপ্তাহ আগে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন শরিক ও মিত্রদলগুলোর শীর্ষ নেতা। সেখানে ছিলেন- ড. কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, ভিপি নুরুল হক নুর, জোনায়েদ সাকী, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ইরান, খন্দকার লুৎফর রহমান, শাহাদাৎ হোসেন সেলিম, ড. ফরহাদ হোসেন, এহসানুল হুদা প্রমুখ।
আলোচনার মধ্যে- ভিপি নুরসহ কয়েকজন অভিযোগ করেন তারা মাঠে সভা-সমাবেশ করতে পারছেন না। তাতে সহযোগিতা তো দূরের কথা উল্টো বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি। ফলে দূরত্ব বাড়ছে শরিক ও মিত্রদের সঙ্গে। এর ফায়দা লুটতে পারে পতিতরা। এর রেশ আগামী নির্বাচনেও পড়তে পারে বলে শঙ্কার কথা তারেক রহমানকে জানান কেউ কেউ।
অভিযোগ আমলে নিয়ে দলীয় নেতাদের প্রতি নির্দেশনা জারির আশ্বাস দিয়েছেন জোট প্রধান। নির্দেশিত হয়ে গত ২২ অক্টোবর তৃণমূলের উদ্দেশ্যে একটি চিঠি পাঠায় সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
প্রিয় সহকৰ্মী,
শুভেচ্ছা রইল। গত ফ্যাসিষ্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে গণঅধিকার পরিষদ-এর সভাপতি জনাব নুরুল হক নুর সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সংসদীয় এলাকায় (পটুয়াখালী-৩, গলাচিপা-দশমিনা) জনসংযোগ ও তার দলের সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের নির্দেশ প্রদান করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার থানা, উপজেলা বা পৌরসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে আপনাদের অনুরোধ করা হচ্ছে। এই আদেশ অতীব জরুরী।
সদয় জ্ঞাতার্থে অনুলিপি:
১। জনাব মোঃ নুরুল হক নুর সভাপতি-গণঅধিকার পরিষদ
এ ধরনের চিঠি দেয়া হয়েছে নুরসহ ৪/৫ জনের সুবিধার জন্য। জেলা বিএনপির সভাপতি/সম্পাদক বা আহবায়ক/সদস্য সচিব বরাবর পাঠানো চিঠি পৌছার পরই তুমুল ঝড় উঠে প্রথমে বিএনপি নেতাদের মধ্যে। পরে তা গড়ায় শরিকদল ও মিত্রদের মধ্যেও।
স্থানীয় একাধিক নেতা এ প্রতিবেদককে জানান, ওই চিঠিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগাম বার্তা হিসেবেও মনে করছেন বিএনপি স্থানীয় সম্ভাব্য প্রার্থী ও তার কর্মী সমর্থকরা।
আরও পড়ুন<<>> আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: নুর
অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা তাদের স্বপক্ষে চিঠি না পেয়ে ড. ফরহাদের নেতৃত্বে চারজন গুলশানে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে যান। জানতে চায় বেছে বেছে চিঠি দেয়ার নেপথ্য ঘটনা। কেউ কেউ তাৎক্ষণিক ক্ষোভও প্রকাশ করেন। এ সময় মহাসচিব তাদের শান্ত থাকার পরামর্শ দেন। ঘটনা যাতে ভিন্নভাবে না নেয়া হয় এজন্য পৃথক চিঠি দেয়া হবে বলে জানান তিনি।
গণ অধিকার পরিষদ নেতা নুরু তার অনুকুলে বিএনপির চিঠি পাবার পর ফুরফুরে মেজাজে। তার সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোষণা দেন ৩০০ আসনে প্রার্থী দিবেন।
একাদশ সংসদ (২০১৮ সাল) নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী ছিলেন বিএনপিতে যোগদানকারী আওয়ামী লীগ ত্যাগী সাবেক এমপি গোলাম মওলা রনি। তিনি আপন দেশ’কে বলেন, আমি দলের কোনো পদে নেই। যারা পদে আছে তারাই ভালো বলতে পারবেন। আমি চিঠি সম্পর্কে জানি না। আপনার কাছ থেকে জানলাম।
ওই নির্বাচনে মনোনয়নের জন্য দৌড়ঝাপকারী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন। তিনি বলেন, নির্বাচনের আগে কিছু কার্ড ছাড়া হয়, এটি তারই অংশ। সময় বলে দিবে সিদ্ধান্ত কী আসে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।