ফাইল ছবি
আগামীকাল বুধবার (৩০ আগস্ট) শুরু হচ্ছে এশিয়ার মর্যাদাপূর্ণ আসর এশিয়া কাপ। টুর্নামেন্টে বরাবরের মতো ফেভারিট ভারত ও পাকিস্তান। তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও গণনায় রাখতে বলেছেন পাকিস্তানের সাবেক তারকা পেস বোলার ওয়াসিম আকরাম। অনেকদিন ধরে ক্রিকেটে ধারাভাষ্য দেন ওয়াসিম। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ফাইনাল গুরুত্বপূর্ণ। আমরা জানি কত সমর্থন, কত মানুষ অনুসরণ করে এই ম্যাচ। কিন্তু অন্যরাও খেলতে এসেছে। তাই শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশকেও হিসাবে রাখতে হবে আপনাকে।’
২০১৮ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফাইনালে খেলবে, এমনটি আশা করা হয়েছিল। কিন্তু সেই ফাইনালে পাকিস্তানকে পেছনে ফেলে খেলে বাংলাদেশ। একই অবস্থা হয় ২০২২ এশিয়া কাপের টি-২০ আসরে। সেবারও ভারত-পাকিস্তানকে ফেভারিট ভাবা হয়। কিন্তু ভারতকে টপকে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। শিরোপাও জেতে তারা। ওয়াসিম সেটি মনে করিয়ে দিয়ে বলেন, ‘গতবার আমরা ভবিষ্যদ্বাণী করেছিলাম ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু শ্রীলঙ্কা কাপ জেতে। তিন দলই বিপজ্জনক। যে কেউ নিজেদের দিনে জিততে পারে।’
৩০ আগস্ট নেপাল ও পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। পরেরদিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। এরপর গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।