Apan Desh | আপন দেশ

‘আমাদের ইতিহাস নেই বড় টুর্নামেন্টে ভালো করার’

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৬, ১০ সেপ্টেম্বর ২০২৩

‘আমাদের ইতিহাস নেই বড় টুর্নামেন্টে ভালো করার’

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার কাছে ২১ রানের হারে এশিয়া কাপের ফাইনাল খেলার আশা কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশের। শনিবার লঙ্কানদের ৯ উইকেটে করা ২৫৭ রানের জবাবে ১১ বল হাতে রেখেই ২৩৬ রানে গুটিয়ে যায় টাইগাররা। সুপার ফোরে পাকিস্তানের কাছে ৭ উইকেটে পরাজয় বরণ করে টাইগাররা। এখন ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা।

শ্রীলঙ্কার বিপক্ষে এমন পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান নিজেই। কথা বলেছেন দলের হার, ব্যাটিং ব্যর্থতা, ওপেনিং জুটি সহ যাবতীয় সব কিছু নিয়েই। লঙ্কানদের নিয়ে হারের ব্যাখায় সাকিব দুষছেন দলের ব্যাটসম্যানদের ও শুরুর দিকে বোলিংকেই।

আরও পড়ুন <> ফাইনালের আগেই বিদায় নিল বাংলাদেশ

এ ছাড়া আক্ষেপের সুরে সাকিব স্মরণ করিয়ে দিলেন, বড় টুর্নামেন্টে ভালো করার ভালো কোনো ইতিহাস নেই বাংলাদেশের। গত চার বিশ্বকাপকে টেনে সাকিব বলেন, ২০০৭ বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছি,  ২০১১–এর বিশ্বকাপে তিনটি জিতেছি, ২০১৫ বিশ্বকাপে তিনটি জিতেছি, ২০১৯ বিশ্বকাপেও তিনটি ম্যাচই জিতেছি। আমাদের ইতিহাস নেই বড় টুর্নামেন্টে ভালো করার। যদিও এশিয়া কাপে দু–তিনবার ফাইনাল খেলেছি, তবে জিতলে আরও ভালো হতো।

টাইগার অধিনায়ক বলেন, নিউজিল্যান্ড সিরিজে তিনটি ম্যাচ আছে। সেখানে আমরা কিছু জিনিস দেখব। সবারই সুযোগ আছে খেলার। তবে এশিয়া কাপে যারা খেলেছে, তাদের মধ্যে যারা বিশ্বকাপে নিশ্চিত যাবে, তাদের বিশ্রাম থাকতে হবে বলে আমি মনে করি। প্র্যাকটিস ম্যাচ, ট্রাভেলিং মিলিয়ে অনেক বড় সফর বিশ্বকাপে। কারও ইনজুরি হলে সমস্যা হবে। আমাদের হাতে ভালো বিকল্প নেই। সবার ফিট থাকাটা খুব জরুরি। এবাদত নেই, আমি আশা করব চার পেসারই যেন ফিট থাকে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়