ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রানের রেকর্ড এখন বিরাট কোহলির
বৃষ্টির কারণে ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে। কিন্তু তাাতে শ্রীলঙ্কার কলম্বোয় প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটের চরিত্র খুব একটা পাল্টায়নি। ফ্লাট উইকেটের সবটুকু সুবিধাই দুই হাত ভরে নিয়েছেন আগর দিন অপরাজিত থাকা বিরাট কোহলি ও লোকেশ রাহুল। দুজনই করেছেন সেঞ্চুরি। তাদের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ভারত। ২ উইকেটে হয়েছে ৩৫৬ রানের পাহাড়সম সংগ্রহ। অর্থাৎ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩৫৭ রান।
আগের দিন টস হেরে ব্যাটিং করতে নেমেছিল ভারত। কিন্তু ২৪.১ ওভারে তারা ১৪৭ রান তোলার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। আম্পায়াররা অনেকটা সময় অপেক্ষার পরও খেলা শুরু করা না গেলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। তবে আজও ভেজা আউটফিল্ডের কারণে সময়মতো খেলা শুরু করা যায়নি। প্রায় পৌনে দুই ঘণ্টা পর মাঠ খেলার উপযুক্ত হয়।
কিন্তু আজ ২৪.১ ওভারে দুই উইকেটের বিনিময়ে ১৪৭ রান নিয়ে মাঠে নামা ভারত আর কোনো উইকেট হারায়নি। নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান সংগ্রহ করেছে ভারত। কোহলির ব্যাট থেকে এসেছে অপরাজিত ১২২ রান। রাহুলও অপরাজিত থেকেছেন ১১১ রান করে।
১৯৪ বলের জুটিতে তারা ২৩৩ রানে অবিচ্ছিন্ন থাকেন। ৯৪ বলে ৯ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১২২ রানে অপরাজিত থাকেন কোহলি। তার জন্য এ ইনিংস মাইলফলকের। ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের (৪৯) সঙ্গে সেঞ্চুরিসংখ্যায় দূরত্বটা কমিয়ে আনলেন আরও। এ ইনিংসের পথে অবশ্য টেন্ডুলকারকে একটা জায়গায় ছাড়িয়ে গেছেন কোহলি। আজ ওয়ানডে ক্যারিয়ারের দ্রুততম ব্যক্তি হিসেবে ১৩ হাজার রান পূর্ণ করেছেন। এ জন্য কোহলির লাগল মাত্র ২৬৭ ইনিংস। এতদিন এ রেকর্ড ছিল টেন্ডুলকারের। তবে এ জন্য তার লেগেছিল ৩২১ ইনিংস।
অন্যদিকে ১০৬ বলে ১২ চার আর ২ ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকা লোকেশ রাহুলের ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি এটি।
এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) দুই ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মার ব্যাটে উড়ন্ত সূচনাই পেয়েছিল ভারত। কিন্তু ফিফটি করে বিদায় নেন দুই ওপেনারই। রোহিত শর্মা ৫৬ আর শুভমান গিল ৫৮ রানে আউট হয়েছিলেন।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।