ফাইল ছবি
এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের ফাইনালে খেলার আশা এখনো বেঁচে আছে। সোমবার সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। এতেই বাংলাদেশের স্বপ্ন কাগজে-কলমে টিকে রইল। বাস্তবে তা কতটুকু সম্ভব হবে তা সময়ই বলে দেবে।
সুপার ফোরের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হারে বাংলাদেশ। এতেই টাইগারদের এশিয়া কাপ মিশন প্রায় শেষ হয়ে যায়।
ফাইনালের রাস্তা বাংলাদেশের জন্য খুব একটা সহজ নয়। কেননা বাংলাদেশকে ভারতের বিপক্ষে জয়ের পাশাপাশি চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে।
শ্রীলঙ্কা নিজেদের শেষ দুই ম্যাচে যদি ভারত ও পাকিস্তান দুই দলকেই হারাতে পারে তবে ফাইনালের পথটা সুগম হবে বাংলাদেশের। কেননা তখন পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের থাকবে সমান একটি করে জয়। এরপর হিসাব হবে রানরেটের।
আরও পড়ুন <> চুমুকাণ্ডে পদত্যাগ করলেন লুইস রুবিয়ালেস
একটি ম্যাচ খেলা ভারত ও শ্রীলঙ্কা যথাক্রমে পয়েন্ট তালিকার এক ও দুই নম্বরে অবস্থান করছে।
পাকিস্তানের বিপক্ষে বড় জয় পাওয়ায় নেট রানরেট অনেক বেশি ভারতের। বর্তমানে রোহিত শর্মাদের রানরেট চার দশমিক ৫৬০। দুইয়ে থাকা লঙ্কানদের রানরেট শূন্য দশমিক ৪২০।
ভারতের বিপক্ষে ২২৮ রানে হেরে পাকিস্তানের রানরেটও কমে গিয়েছে বেশ। ওয়ানডে র্যা ঙ্কিংয়ের সেরা দলটির এশিয়া কাপে বর্তমান রান রেট –এক দশমিক ৮৯২। আর কোনো জয় না পাওয়া বাংলাদেশের রানরেট –শূন্য দশমিক ৭৪৯।
বাংলাদেশকে তাই ভারতের বিপক্ষে ম্যাচ জিততে হবে এবং প্রার্থনা করতে হবে অভাবনীয় কিছুর জন্য।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।