Apan Desh | আপন দেশ

এশিয়াকাপে বাংলাদেশ-পাকিস্তানের পালে হাওয়া নেই

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১, ১৫ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৩:০৭, ১৬ সেপ্টেম্বর ২০২৩

এশিয়াকাপে বাংলাদেশ-পাকিস্তানের পালে হাওয়া নেই

ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বি বাংলাদেশ-পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে খেলা হলো না কারোরই। বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে অলিখিত সেমিফাইনালে হেরে গেছে তারা। এর ফলে বাবর আজমের দল ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ থেকে এক ধাক্কায় তিনে নেমে গেছে।

এই টুর্নামেন্টের আগেই ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছিল পাকিস্তান। তবে পাকিস্তানের সঙ্গে শীর্ষত্বের লড়াইটা চলছিল অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেই পাকিস্তানকে ধরে ফেলেছিল অজি বাহিনী। এবার বাবরদের টপকে গেল প্যাট কামিন্সরা।

আরও পড়ুন<<>> বলিভিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে মেসিহীন আর্জেন্টিনা

১৪ সেপ্টেম্বর আইসিসির সর্বশেষ হালনাগাদ র‌্যাংকিং অনুযায়ী, ওডিআই র‌্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। ২৬ ম্যাচে তাদের ঝুলিতে ১১৮ রেটিং পয়েন্ট। ভারত ৩৯ ম্যাচে ১১৬ রেটিং নিয়ে তালিকার তিন থেকে একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে। আর সুপার ফোরে টানা দুই হারের প্রভাব পড়েছে বাবর আজমদের র‌্যাংকিংয়ে। ১১৫ রেটিং নিয়ে তালিকায় তিনে নেমে গেছে তারা।

এদিকে আরেকটা ব্যর্থ এশিয়া কাপ মিশনে এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে র‌্যাংকিংয়ে সাত নম্বর পজিশনে গেড়ে বসা সাকিব আল হাসানরা অধারাবাহিক পারফরম্যান্সে একধাপ নিচে নেমে এখন আটে অবস্থান করছে। ৩২ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২। যেখানে বাংলাদেশকে টপকে সাতে উঠে এসেছে টানা দ্বিতীয় আসরে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা শ্রীলংকা। ৩৭ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ৯৩।

আপন দেশ/এবি

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়