Apan Desh | আপন দেশ

সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ২৭ নভেম্বর ২০২৩

সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তামিম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তামিম ইকবাল

বিশ্বকাপ দলে না থাকার পর থেকেই আলোচনায় তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার। জাতীয় দলের হয়ে কি তামিমের ক্যারিয়ার শেষ? এমন আলোচনা অবশ্য গত সপ্তাহ খানেক ধরে চলছে। এ অবস্থায় আজ বিসিবি সভাপতির বাসায় তার সঙ্গে একান্তে কথা বলেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এ ওপেনার। ওই বৈঠকের পর থেকেই একটা গুঞ্জন তৈরি হয়েছিল। নিশ্চয়ই নিজের ভবিষ্যৎ নিয়েই কথা বলেছেন তামিম, এমন ভাবনাই ছিল সবার।

বৈঠক শেষে বিসিবি প্রধান তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনের পর ঠিক হবে জাতীয় দলে তামিমের ভবিষ্যৎ। বিসিবি সভাপতি হিসেবে তিনি আর একবছর হয়তো থাকবেন। পাশাপাশি তামিম ইকবালের বিষয়টি নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিপিএলের পর বসে আলোচনা করে পরে জানাবেন।

তবে তামিম ইকবাল বিসিবি সভাপিতির বাসায় কথা না বলে বনানী ডিওএইচএসে নিজের বাসায় বিকেল ৫টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এটা কোনো প্রেস কনফারেন্স ছিল না, তামিম কোনো প্রশ্ন নেননি। আগেই জানিয়ে দিয়েছিলেন,আজ কোনো প্রশ্ন নয়, তিনি শুধু নিজের কথাই বলবেন। আর বলেছেনও সেভাবেই।

এরপর তামিম জানান, বিসিবি সভাপতির সঙ্গে অনেক কিছু নিয়েই কথা হয়েছে। নিজের সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন। আগামীতে কী করতে চান, সেটাও পাপনকে বলেছেন।

>>> আরও পড়ুন: বিসিবি থেকে বিদায়ের ইঙ্গিত পাপনের

তামিম বলেন, যেহেতু সংসদ নির্বাচন সামনে, ওনার ব্যস্ততাও সামনের জানুয়ারি পর্যন্ত। আমি নিশ্চিত তিনিও নিজের সংবাদ সম্মেলনে একই কথা বলেছেন। জানুয়ারি পর্যন্ত আপাতত আমাকে বলেছেন একটু থামতে, দেখা যাক কী হয়। আমি হয়তো বিপিএল থেকেই আমার ক্রিকেট খেলাটা শুরু করব। শুরু করার পর আপনারা আরও পরিষ্কারভাবে জেনে যাবেন কী হচ্ছে, না হচ্ছে। আবারও একই কথা বলি, আমি কখনো এটা করতে চাই না যে (খেলায় ফিরতে) আরেক মাস সময় নিই, ব্যাপারটাকে অপ্রয়োজনীয়ভাবে লম্বা করি।

তিনি আরও বলেন, সভাপতি ও বোর্ডের সঙ্গে অনেক কিছু নিয়ে কথা বলেছি। যেহেতু ওনারা একটা কথা বলেছেন, সেটাকেও সম্মান করতে হবে। যেহেতু একটা আলোচনা হয়েছে, তিনি (পাপন) এটাও বলেছেন, শুধু আমার কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। তিনি কিছু কঠোর সিদ্ধান্ত নেবেন। সেটা আমরা দেখতে পারব।

সাংবাদিকদের উদ্দেশ্যে তামিম বলেন, বিশ্বকাপের পর আমার ফিউচার কী হবে? তা আসা উচিত ছিল আগেই। আমি বরাবরই ওপেন এন্ড ক্লিয়ার। আমি দেশের বাইরে ছিলাম। বোর্ড প্রেসিডেন্টের এই মিটিংটা হবার কথা ছিল কদিন আগে। কিন্তু পাপন ভাইয়ের নমিনেশন সংক্রান্ত কারণে একটু দেরি হয়েছে। তবে আজ এমন এক দিনে আমি কথা বলছি আপনাদের সঙ্গে, যেটা টিম বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। রাত পোহালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে টেস্ট শুরু। কথা বলার জন্য এটা মোটেই ভালো দিন না। আমি সরি। টেস্ট খেলার একদিন আগে আমার এই কথার কোনোরকম ইমপ্যাক্ট না পরুক, সেটাই কামনা।

সাবেক এই অধিনায়ক বলেন, বিপিএল থেকেই আমি খেলা স্টার্ট করব। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আগে বিপিএল খেলে নেই। তারপর সবার সঙ্গে কথা বলে সব বলব। যদিও আমি টেস্ট খেলছি না; তারপরও এখনো সেটা আমার দল। আমি সবাইকে বেস্ট উইশ জানাই।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়