তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
চলতি মাসেই শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ। চলতি মেয়াদে বিসিবির সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে আছেন তামিম ইকবালও। গত ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। তবে জাতীয় দলে আবার কবে ফিরবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েই গেছে। তাই ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে না রাখতে বোর্ডের কাছে অনুরোধ করেছেন তামিম।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করে ভবিষ্যত পরিকল্পনা স্থির করে এই ব্যাপারে ভাবার কথা জানিয়েছেন তামিম। এই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তামিমের সঙ্গে আগেও আমাদের আলাপ হয়েছে। আপনারা হয়ত অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে। প্রধানত নির্বাচনের পরে।’
আরও পড়ুন>> ‘ক্রিকেট শব্দ লিখলেই আনফ্রেন্ড করতাম’
তিনি আরও বলেন, ‘সে (তামিম) চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কী করতে যাচ্ছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।