ছবি: সংগৃহীত
জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হলো রবি আজিয়াটা লিমিটেড। এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্পন্সর হলো প্রতিষ্ঠানটি। চুক্তি অনুয়ায়ী এ মেয়াদ বাড়ল আরও সাড়ে তিন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগামী ২০২৭ সালের জুলাই পর্যন্ত। এজন্য বিসিবিকে রবি ৫০ কোটি টাকা দেবে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে রবির নাম ঘোষণা করা হয়।
তবে এবার শর্তসাপেক্ষে বিসিবির স্পন্সর হয়েছে রবি। শর্ত অনুযায়ী, চলতি বছরে জাতীয় দলের অধিনায়ক, সহ-অধিনায়ক ও কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোন ক্রিকেটার অন্য কোনো টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবেন না। অর্থাৎ, অন্য টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের কোনোরকম প্রচারণা করতে পারবেন না ক্রিকেটাররা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিবি, রবির সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন স্পন্সর হিসেবে রবির নাম ঘোষণা করেন।
এর আগে, ২০১৫ সালে প্রথমবার বাংলাদেশ দলের স্পন্সর হয়েছিল রবি। এরপর ২০১৭ সালে আরও তিন বছর মেয়াদ বাড়িয়ে ২০১৯ সাল পর্যন্ত স্পন্সর হয় প্রতিষ্ঠানটি। কিন্তু মেয়াদ পূর্ণ করার আগেই সরে পড়ে তারা। সেটার কারণ উল্লেখ করেছিল, জাতীয় দলের একাধিক ক্রিকেটার অন্য টেলিকমিউনিকেশন কোম্পানির সঙ্গে ব্যক্তিগত চুক্তি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।