Apan Desh | আপন দেশ

মোস্তাফিজের সবশেষ অবস্থা জানালেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

মোস্তাফিজের সবশেষ অবস্থা জানালেন লিটন

ছবি: সংগৃহীত

অনুশীলনের সময় মাথায় আঘাত পান পেসার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। রোববারই তাকে নিয়ে নানান শঙ্কা ছিল। তবে এখন আর ভয়ের কিছু নেই। স্ক্যান রিপোর্ট ভালো আসায় সবকিছু ঠিকঠাক বাঁ-হাতি এ পেসারের।

এদিকে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দ্য ফিজ খেলতে পারছেন না, এটা অনুমিতই ছিল। এই ম্যাচে ফিজের পরিবর্তে মুশফিক হাসানকে একাদশে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

জানা গেছে, এখনও হাসপাতালেই আছেন টাইগারদের অটোচয়েজ এই পেসার।

আরও পড়ুন>> মোস্তাফিজ মাথায় বলের আঘাতে হাসপাতালে

এদিন টসের সময়ে কুমিল্লার অধিনায়ক লিটনের কাছে ফিজের সবশেষ অবস্থা জানতে চান ধারাভাষ্যকার আতাহার আলি খান। জবাবে লিটনের ভাষ্য, সে (ফিজ) ভালো আছে। এখনও হাসপাতালে আছে। আশা করছি, রাতে হোটেলে দলে যুক্ত হবে।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। এবারের বিপিএলে এখন পর্যন্ত তার শিকার ১১ উইকেট। ৩২ রান খরচায় ৩ উইকেট চলতি বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়