আনুষ্ঠানিক ফটোসেশনে ক্রিকেটাররা। ছবি: মোশারফ হোসেন
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ বুধবার দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রের উদ্দেশে রাত ১টা ৪০ মিনিটে রওনা হবেন টাইগাররা। প্লেন ধরার আগে শেষবারের মতো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন শান্ত, রিয়াদ, মুস্তাফিজরা।
বিসিবি থেকে জানা গেছে, বুধবার (১৫ মে) দুপুরে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে। এরপর রাতের বিমানে করে যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন টাইগাররা।
এর আগে, গতকাল মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে অনিশ্চয়তায় থাকা তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপের বিমানে চড়বে টিম টাইগার্স। বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়নি স্কোয়াডে।
বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। সেই সঙ্গে সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।