Apan Desh | আপন দেশ

মোস্তাফিজকে মিস করছে চেন্নাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯, ১৯ মে ২০২৪

আপডেট: ১৩:০০, ১৯ মে ২০২৪

মোস্তাফিজকে মিস করছে চেন্নাই

ফাইল ছবি

চেন্নাই সুপার কিংসের সামনে সমীকরণ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৮ রানের কম ব্যবধানেই হারলেও প্লে-অফ নিশ্চিত হয়ে যেত। তবে ২৭ রানে হেরে রানরেটের ব্যবধানে পিছিয়ে আসর থেকেই ছিটকে গেল মহেন্দ্র সিং ধোনির দল। আর তাদের চেন্নাইকে টপকে প্লে-অফ নিশ্চিত করেছে বেঙ্গালুরু।

যদিও এবারের আইপিএল আসরের শুরু থেকে চোটসমস্যায় ভুগছিল চেন্নাই। নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে তো চোটের কারণে খেলতেই পারেননি। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানারও শুরু থেকে খেলা হয়নি। মোস্তাফিজুর রহমান দুর্দান্ত শুরু করলেও আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হয়েছে তাকে। এরপর চোটের কারণে দেশে ফিরে যান পাথিরানাও। সব মিলিয়ে চলমান আইপিএলে বেশ ঝামেলার মধ্যেই ছিল চেন্নাই।

আরও পড়ুন <> মেসির ফেরার ম্যাচে মায়ামির জয়

মোস্তাফিজ দেশে ফিরে আসার আগে নয় ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। যেখানে শীর্ষ উইকেট শিকারী হিসেবে পার্পল ক্যাপও পেয়েছিলেন তিনি।

বেঙ্গালুরুর বিপক্ষে হেরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় মোস্তাফিজকে মিস করেছেন সে কথা অকপটে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ভালো উইকেট ছিল। বিশেষ করে স্পিনারদের জন্য। টার্গেট দেখে খুশি হয়েছিলাম। আমাদের ইনজুরি সমস্যা ছিল বেশি। ডেভন কনওয়ে খেলতে পারছেন না। মাথিশা পাতিরানাও ইনজুরির কারণে চলে যান। একই সঙ্গে ফিজকেও (মুস্তাফিজ) অনেক বেশি মিস করেছি এ ম্যাচে। আপনি যখন ইনজুরি সমস্যায় থাকবেন, তখন একটি ব্যালান্স দল তৈরি করা কঠিন হয়ে যায়।’

বেঙ্গালুরুর এই জয়ে ১৪ ম্যাচ শেষে পয়েন্ট ১৪। রানরেট শূন্য দশমিক ৪৫৯। আর সমান পয়েন্ট হলেও চেন্নাইয়ের রান রেট শূন্য দশমিক ৩৯২। আগামী ২২ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তিন নম্বর দলের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে খেলবে কোহলিরা।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়