ছবি: সংগৃহীত
টি-২০ বিশ্বকাপ শেষে মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। এর আগে মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। এছাড়া আগে থেকেই এলপিএলের একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন মোস্তাফিজুর রহমান।
আজ নিলামে নামিদামি অনেক ক্রিকেটারকেই দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আজকের নিলাম থেকে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তাসকিন। বাংলাদেশি এ পেসারের নাম উঠেছিল পেস বোলারদের ক্যাটাগরিতে। সেখানেই দল পেয়ে যান তিনি।
তাসকিনের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার। সেখানেই আগ্রহ দেখায় কলম্বো স্ট্রাইকার্স। আর কোনো বিড না থাকায় কলম্বোর জার্সিতে আগামী এলপিএলে মাঠ মাতাবেন তাসকিন। তার দল পাওয়ার দিন বিক্রি হননি তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, নাজমুল শান্ত, তামিম ইকবাল, শরিফুল ইসলামরা।
তাসকিনের পাশাপাশি লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে খেলবেন মোস্তাফিজুর রহমানও। ক’দিন আগে বাংলাদেশের বাঁহাতি এ পেসারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। ড্রাফটের আগে রিটেইন এবং প্রি-সাইনড ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে আয়োজকরা।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।