Apan Desh | আপন দেশ

ভারতের ‘লোভনীয়’ প্রস্তাবে পন্টিংয়ের না, কেন?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ২৩ মে ২০২৪

ভারতের ‘লোভনীয়’ প্রস্তাবে পন্টিংয়ের না, কেন?

রিকি পন্টিং। ছবি: সংগৃহীত

আগামী ২ জুনে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপ। যেখানে ফেবারিট হিসেবেই অংশ নেবে ভারতীয় ক্রিকেট দল। এ আসরে সফলতা আসুক কিংবা না আসুক, দলটির হেড কোচের চাকরি ছাড়বেন রাহুল দ্রাবিড়। তার এমন সিদ্ধান্তের পর থেকেই ‘বিকল্প’ খুঁজতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআিই)। 

সেই তালিকায় যে ক’জনের নাম রয়েছে তার মধ্যে অন্যতম কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। তবে ঠিক এ মুহূর্তে কোনো জাতীয় দলের দায়িত্ব নেয়ার কথা ভাবছেন না অজিদের হয়ে বিশ্বকাপ জেতা সাবেক এ অধিনায়ক। 

পন্টিং বলেছেন, ‘আমি এটি সম্পর্কে অনেক রিপোর্ট দেখেছি। আসলে নিজে কিছু জানার আগেই সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়ে যায়। কিন্তু আইপিএল চলাকালীন ব্যক্তিগত স্তরে কিছু কথাবার্তা হয়েছিল। তবে আমি আবেদন করব কিনা, সেটা ভাবিনি।’

আরও পড়ুন>> ভারতকে শিরোপা জেতার টোটকা দিলেন মিসবাহ

তিনি আরও বলেছেন, ‘আমি একটি জাতীয় দলের সিনিয়র কোচ হতে চাই, তবে আমার জীবনের অন্যান্য জিনিস রয়েছে। বাড়িতেও কিছুটা সময় কাটাতে চাই... সবাই জানে যদি আপনি ভারতীয় দলের সঙ্গে কাজ করেন, তবে আপনি আইপিএল দলের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। এছাড়াও একজন জাতীয় দলের কোচ বছরের ১০ ​বা ১১ মাসের কাজ করে। যা এখন আমার জীবনযাত্রার সঙ্গে খাপ খায় না এবং আমি যে জিনিসগুলো করতে সত্যিই উপভোগ করি, তার সঙ্গেও খাপ খায় না।’

ভারতের এমন প্রস্তাব নিয়ে পরিবারের সঙ্গেও আলাপ করেছিলেন পন্টিং। তিনি যখন নিজের ছেলেকে এ ব্যাপারে জানান তখন ছেলে বলেছিল, ‘বাবা, তুমি চাকরিটা নিয়ে নাও। তাহলে আগামী কয়েক বছর আমরা ভারতেই থাকব।’

বিভিন্ন সূত্রে, ভারতের কোচ হিসেবে পন্টিং ছাড়াও বিসিসিআইয়ের পছন্দের তালিকায় গৌতম গম্ভীর, জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিং, অ্যান্ড্রু ফ্লাওয়ার এবং মাহেলা জয়াবর্ধনের নামও শোনা যাচ্ছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়