Apan Desh | আপন দেশ

আইপিএল সেরা নারিন, ফাইনালে সেরা স্টার্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ২৭ মে ২০২৪

আইপিএল সেরা নারিন, ফাইনালে সেরা স্টার্ক

ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৭তম আসরের চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এটি দলটির তৃতীয় শিরোপা জয়। এদিকে অবিশ্বাস্য পারফরম্যান্সে আইপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন সুনীল নারিন।

রোববার (২৬ মে) চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ফাইনালে দারুণ পারফরম্যান্স করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন কেকেআরের অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক। 

ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মিচেল স্টার্কের প্রথম স্পেল ছিল অবিশ্বাস্য। প্রথম কোয়ালিফায়ারের মতো ফাইনালেও প্রথম স্পেলে আগুন ঝরালেন স্টার্ক।

আরও পড়ুন <> আইসিসি টি-২০ বিশ্বকাপ দলে ২ পরিবর্তন, ডাক পেলেন যারা

এদিন প্রথম ওভারেই অভিষেক শর্মাকে আউট করেন তিনি। পরের ওভারে আউট করেন রাহুল ত্রিপাঠিকে। প্রথম স্পেলে ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন স্টার্ক। তাতেই কেকেআরের জয়ের ভিত তৈরি হয়ে যায়।

ফাইনাল ম্যাচ দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা নির্বাচিত হন মিচেল স্টার্ক।

আইপিএলের সদ্য শেষ হওয়া আসরের শুরু থেকে শেষ ম্যাচ পর্যন্ত ধারাবাহিক পারফর্ম করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার সুনীল নারিন। 

ক্যারিবীয় এ তারকা অলরাউন্ডার ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সে ৪৮৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেন। বল হাতে তিনি শিকার করেন ১৭ উইকেট। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন কেকেআরের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়