Apan Desh | আপন দেশ

লিটনকে ‘সর্বকালের সেরা’ ক্রিকেটারের সঙ্গে তুলনা!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ১ জুন ২০২৪

লিটনকে ‘সর্বকালের সেরা’ ক্রিকেটারের সঙ্গে তুলনা!

ছবি: সংগৃহীত

ব্যাট হাতে মোটেও ছন্দে নেই লিটন দাস। বিশ্বকাপের আগে বাজে পারফরম্যান্সের কারণে সমালোচিত হয়েছিলেন। তবে সবকিছুকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ঠিকই ধরেছেন তিনি। সেখানে পৌঁছে প্রহর গুনছেন দেশের জার্সিতে আরেকটি বিশ্বকাপ খেলার। 

বিশ্বকাপের মূল পর্বের আগে অবশ্য শনিবার (১ জুন) রাতে ভারতের বিপক্ষে আনুষ্ঠানিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ম্যাচটিতে শেষবারের মতো নিজেকে প্রমাণের সুযোগ পাবেন লিটন, এমনটা আশা করা যায়। তবে ব্যাট হাতে ফের ব্যর্থ হলে বিশ্বকাপ একাদশে জায়গা পাওয়া কঠিন হবে ডানহাতি এ ব্যাটারের।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে লিটনকে উইন্ডিজ কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের সঙ্গে তুলনা করেছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। লিটনের ব্যাটিং দেখে নাকি অশ্বিনের ডানহাতি সোবার্সের কথা মনে পড়ে।

আরও পড়ুন>> ‘মার্টিনেজ একটা পাগল, প্রতিপক্ষ হিসেবে অসহ্যকর’

নিজের ইউটিউব চ্যানেল রবিন উথাপ্পার সঙ্গে এক আলোচনায় অশ্বিন বলেন, ‘বাংলাদেশ পুনেতে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলেছিল। আমি কখনই গ্যারি সোবার্সকে ডান হাতে ব্যাটিং করতে দেখিনি। তারা যদি আমাকে বলতো সে (লিটন) গ্যারি সোবার্সের মতো ডানহাতে ব্যাটিং করছে, তাহলে আমি বলতাম হ্যাঁ, তুমি ঠিক বলেছ।’

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সে ম্যাচে একাদশে সুযোগ না পাওয়ায় ডাগ আউটে বসে লিটনের ব্যাটিং দেখেছিলেন অশ্বিন। ম্যাচটিতে ৮২ বলে ৬৬ রানের ইনিংস খেলেন লিটন।

আরও পড়ুন>> ‘মেজর লিগ ক্রিকেটের স্বীকৃতি রোমাঞ্চের’

২০২২ সালটা স্বপ্নের মতো কাটান লিটন। তিন সংস্করণ মিলে ৪২ ম্যাচে ৪০.০২ গড়ে করেন ১ হাজার ৯২১ রান। পরের বছর ডানহাতি এ ওপেনারের ব্যাট থেকে আসে ১ হাজার ১১৫ রান। অথচ চলতি বছরে ব্যাট হাতে রানের দেখাই পাচ্ছেন না। আটটি টি-২০ খেলে মোটে ৯৩ রান করেছেন লিটন। ব্যাটিং গড় ১৩.২৮। সর্বোচ্চ ইনিংসটি ৩৬ রানের। স্ট্রাইক রেট একশোর নিচে।

লিটনের আসলে কোথায় সমস্যা হচ্ছে? অশ্বিন বলেন, ‘লিটনকে দেখলে মনে হয় কী দারুণ খেলোয়াড়। কিন্তু সে বিশ্বের সেরা ক্রিকেটারদের মতো কেন হতে পারছে না?’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়