Apan Desh | আপন দেশ

আইসিসির রেকর্ড প্রাইজমানি ঘোষণা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৯, ৩ জুন ২০২৪

আইসিসির রেকর্ড প্রাইজমানি ঘোষণা

ছবি: আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরুর দুই দিন পর পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি। আগের সব রেকর্ড ছাড়িয়ে এবার ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানির ঘোষণা দিয়েছে ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

সোমবার (৩ মে) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে চ্যাম্পিয়ন দলের জন্য রেকর্ড ২.৪৫ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দেয়া হয়। 

২০২২ সালে চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলকে পুরস্কার দেয়া হয়েছিল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। তার আগের আসরেও পুরস্কার মূল্য ছিল একই।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২৮ দিন ধরে চলবে ২০ দলের এবারের লড়াই। টুর্নামেন্টের রানার্স-আপ দল পবে ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার। সেমি-ফাইনালে হেরে যাওয়া প্রতি দল পকেটে পুরবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ মার্কিন ডলার।

আরও পড়ুন>> আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আদ্যোপান্ত

সুপার এইটের দলগুলোর প্রত্যেকে পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার করে। নবম ও ১২তম হওয়া দলগুলোর প্রত্যেকের জন্য থাকছে ২ লাখ ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলার।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দলও ফিরবে না খালি হাতে। তাদের প্রত্যেকের জন্য থাকছে ২ লাখ ২৫ হাজার ইউএস ডলার করে। এছাড়া সেমি-ফাইনাল ও ফাইনাল বাদে প্রতিটা ম্যাচ জয়ের জন্য অতিরিক্ত ৩১ হাজার ১৫৪ মার্কিন ডলার তো থাকছেই।

টুর্নামেন্টে প্রথম রাউন্ডে ম্যাচ মোট ৪০টি, সুপার এইটে আটটি। সেমি-ফাইনাল দুটি হবে ত্রিনিদাদ ও টোবাগো এবং গায়ানায়। ফাইনাল হবে বার্বাডোসের কেনসিংটন ওভালে, যেভানে বিজয়ী দলের হাতে তুলে দেয়া হবে শিরোপা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়