ছবি: সংগৃহীত
ইউরোর টিকেট না পাওয়া যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন রুখে দিল শক্তিশালী এবারের ইউরোর অন্যতম দাবিদার জার্মানিকে। সোমবার রাতে ইউরোর প্রস্তুতি ম্যাচে ইউক্রেনের বিপক্ষে গোলের জন্য ২৭টি শট নেয়। কিন্তু এর একটি বলও জালে জড়াতে পারেনি জার্মান টিম। ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্র দিয়ে। জার্মানি তাদের ইউরো দলে থাকা রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের এই ম্যাচে বিশ্রামে দিয়েছিল।
মাঠের পারফরম্যান্সে দীর্ঘ সময়ের বিবর্ণতা ঝেড়ে ফেলে বছরের শুরুতে দারুণ দুটি ম্যাচ উপহার দিয়েছিল জার্মানি। টানা কয়েক বছরের হতাশাজনক পারফরম্যান্সের পর গত মার্চে প্রীতি ম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে হারায় জার্মানরা। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষেও ২-১ গোলে জয় পায় ইউলিয়ান নাগেলসম্যানের দল। কিন্তু দেশের মাটিতে ইউরো শুরুর দিন দশেক আগে ইউক্রেনের বিপক্ষে এই ফল দলটির জন্য ভীষণ হতাশাজনকই বটে।
পুরো ম্যাচে আক্রমণে অবশ্য কোনো কমতি রাখেনি জার্মানি। ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নেয় তারা, যার মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের অপেক্ষা ফুরায়নি। ৩ বারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানি তেমন একটা সুবিধাই করতে পারেনি ম্যাচে।
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন নিজেদের সর্বশক্তি নিয়েই মাঠে নেমেছিল গতকাল। ইউরোর মূল অভিযানে নামার আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি। আগামী শুক্রবার ঘরের মাঠে গ্রিসের মুখোমুখি হবে ১৯৯৬ সালে সর্বশেষ ইউরো জেতা জার্মানি।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।