Apan Desh | আপন দেশ

শান্ত ‘ভালো’, সময় দিতে হবে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ৫ জুন ২০২৪

আপডেট: ১২:৪৮, ৫ জুন ২০২৪

শান্ত ‘ভালো’, সময় দিতে হবে

নাজমুল হাসানা শান্ত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটেই গত ফেব্রুয়ারিতে অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বে শ্রীলঙ্কার সঙ্গে একটি পূর্ণাঙ্গ সিরিজসহ বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে টি-২০ সিরিজ খেলে টিম টাইগার্স। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে ওঠেনি শান্ত বাহিনী। অধিনায়ক হিসেবে তাকে নিয়ে এখনই জয়-পরাজয়ের হিসাব করতে চান না অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-২০ বিশ্বকাপ ঘিরে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। বুধবার (৫ জুন) বোর্ড প্রকাশিত ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে কথা বলেছেন মাহমুদউল্লাহ।

তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর শান্তর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট ছিল। টি-২০ সিরিজে এক জয়ের বিপরীতে ছিল দুই পরাজয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত লাল বলের ক্রিকেটের দুই ম্যাচের কোনোটিতেই জয় পায়নি দল।

ঘরের মাঠে অপেক্ষাকৃত কম শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। এরপর যুক্তরাষ্ট্রের মাটিতে র‍্যাঙ্কিংয়ের ১০ ধাপ পেছনে থাকা স্বাগতিকদের সঙ্গে সিরিজই হেরে বলে লিটন দাস-তাওহীদ হৃদয়রা। তাতে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে সব মিলিয়ে ১১টি টুয়েন্টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে শান্তর দল। এছাড়া ভারতের সঙ্গে একমাত্র প্রস্তুতি ম্যাচটিতেও লড়াই করতে পারেনি টিম টাইগার্স।

তবে এখনই শান্তকে কাঠগড়ায় দাঁড় করাতে চান না মাহমুদউল্লাহ। ৩৮ বর্ষী ক্রিকেটার বলেন, ‘সে খুবই দুর্দান্ত একজন অধিনায়ক। তার গেমস সেন্স অনেক ভালো। কিন্তু আমার মনে হয়, তাকে আমাদের আরও কিছুটা সময় দেয়া দরকার। মাত্র এসে অধিনায়ক হিসেবে যোগদান করেছে। সেহেতু আমাদের তাকে আরও সময় দিতে হবে। আমার ধারণা, ওর অধিনায়কত্বের যোগ্যতা আছে। সে বাংলাদেশের হয়ে ভালো কিছুই করবে।’

আরও পড়ুন>> ছিটকে গেলেন শরিফুল, ফিরছেন তাসকিন!

বিশ্বকাপে নিজের নামের পাশে বিশেষ কিছু দেখতে চান না বাংলাদেশের সাবেক অধিনায়ক। বরং দলের লক্ষ্য অর্জনেই খুশি হবেন। বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে আশার কথাই শোনালেন এ অভিজ্ঞ ক্রিকেটার।

‘আমার নামের পাশে কিছুই দেখতে চাই না। আমি কখনও নাম নিয়ে কোনো কিছু চিন্তা করিনি। ব্যক্তিগত সাফল্য নিয়ে আমি খুব একটা চিন্তাও করি না। দলের লক্ষ্য অর্জন হলে তাতেই আমি খুশি।’

‘টি-২০ ক্রিকেট নিয়ে বলা খুবই মুশকিল। একটা নির্দিষ্ট দিনে যেকোনো একটা দলের ভালো খেলা হতে পারে। তবে আমাদের যেরকম প্রস্তুতি, আশা করছি আমরাও ভালো কিছুই করব। দেখা যাক কী হয়। তবে সবকিছুই নির্ভর করছে আমরা কীভাবে বিশ্বকাপ শুরু করি। যদি শুরুটা ভালো হয়, আশা করছি অনেক দূর যেতে পারবো।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়