ফাইল ছবি
বার্বাডোজে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন ১২ বলে অপরাজিত ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন নিকোলাস পুরান। হাঁকান ১ চারের সঙ্গে ৩ ছক্কা। ফলে এবারের বিশ্বকাপে সব মিলিয়ে তার ছক্কার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭টিতে।
টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে কোনো নির্দিষ্ট আসরে এতগুলো ছক্কা নেই আর কোনো ক্রিকেটারের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে পূর্বসূরি ক্রিস গেইলকে পেছনে ফেললেন পুরান। চলতি ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচেই ছক্কা মারেন তিনি। কেবল নিউজিল্যান্ডের বিপক্ষেই ছক্কা মারতে পারেননি।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে তিনি ইংল্যান্ডের বিপক্ষে একটি, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুটি, উগান্ডার বিপক্ষে তিনটি ও আফগানিস্তানের বিপক্ষে আটটি ছক্কা হাঁকান। এক আসরে সর্বোচ্চ ছক্কা মারার এ কীর্তিটি এতদিন ছিল পুরানের স্বদেশী ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের সাবেক বাঁহাতি ব্যাটার গেইলের দখলে।
তিনি ২০১২ সালের আসরে মেরেছিলেন ১৬ ছক্কা। এ তালিকার তিনে যৌথভাবে থাকা দুইজনের একজন আবার ক্যারিবিয়ানই- মারলন স্যামুয়েলস। আর অন্যজন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।