ছবি: সংগৃহীত
ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগ মুহূর্তে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর ভাবনা জানিয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সে সময় তিনি জানান, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি।
সেই হিসেবে এটাই হতে যাচ্ছে সাকিবের শেষ টি-২০ বিশ্বকাপ। এছাড়া অনেকের ধারণা, এবারের বিশ্বকাপ শেষেই টি-২০ ফরম্যাটকে বিদায় জানাবেন এ অলরাউন্ডার। তবে এরকম কোনো পরিকল্পনা নেই সাকিবের।
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ অলরাউন্ডার জানিয়েছেন, শেষটা সময়ের ওপর ছেড়ে নিয়েছেন তিনি। শনিবার (২২ জুন) ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সংবাদ সম্মেলনে অবসর ইস্যুতে সাকিব একটু রহস্যই রেখে দিয়েছেন।
সাকিব বলেন, ‘শেষ কিনা জানি না। পৃথিবীতে যেকোনো কিছু হওয়া সম্ভব। সিদ্ধান্ত নেবে বোর্ড। আমারও কিছু সিদ্ধান্ত আছে। উপভোগ না করলে অবশ্যই খেলার বিষয় না।’
আরও পড়ুন>> ভরতের কাছে টাইগারদের অসহায় আত্মসমর্পণ
আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে শেষ? সেই প্রসঙ্গ তুলতেই সাকিবের উত্তর, ‘বলেছিলাম, ওটা তখন পর্যন্ত চিন্তা। চিন্তা পরিবর্তন হতেই পারে। সামনে অনেক বড় বিরতি আছে। এসব নিয়ে চিন্তিত নই।’
তিনি আরও বলেন, ‘দল যদি মনে করে আমার দরকার আছে, আমি যদি মনে করি আমার দরকার আছে। এটা সময়ের ব্যাপার। সামনে বড় বিরতি আছে। টেস্ট ম্যাচ আছে। এটা সময়ের ওপর ছেড়ে দেই। সময় হলেই সবাই জানতে পারবেন।’
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।