Apan Desh | আপন দেশ

জয়ের দিনে শাস্তির খবর পেলেন মিলার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ২৪ জুন ২০২৪

জয়ের দিনে শাস্তির খবর পেলেন মিলার

ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের শাস্তি পেলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। তার নামের পাশে আইসিসি যুক্ত করলো একটি ডিমেরিট। ৩ উইকেটের  জয়ে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করার ঠিক আগেই এ শাস্তির খবর পান মিলার। 

গত শুক্রবার সেন্ট লুসিয়ায় ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৯তম ওভারে পেসার স্যাম কারানের একটি ফুল টস বল খেলার পর উচ্চতার জন্য ‘নো’ বল আশা করেছিলেন তিনি। আম্পায়ার ‘নো’ বল দেননি। তখন আম্পায়ারের সিদ্ধান্তে তিনি অসন্তোষ প্রকাশ করেন। যা আইসিসির বিধি বহির্ভুত আচরণ। 

রোবারের ম্যাচের আগে আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার পেয়েছেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার আইসিসির আচরণবিধির প্রথম ধারা ভাঙার কারণেই এমন শাস্তি পেয়েছেন। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে, যা গত ২৪ মাসে তার প্রথম অপরাধ। আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুসারে, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তিটি দিয়েছেন।

দোষ স্বীকার করে নেওয়ায় মিলারের জন্য শুনানির প্রয়োজন হয়নি।

মিলার শাস্তি মাথায় নিয়েই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছিলেন। যদিও ব্যাট হাতে ভালো করতে পারেননি, খেলেছেন ৪ রানের ইনিংস। এদিন ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ৩ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। 

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়