ফাইল ছবি
স্পেনের কাছে ১-০ গোলে হেরে, ইউরো মিশন শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। পরবর্তী ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে জয় তুলে স্বস্তিতে ফেরে আজ্জুরিরা। কিন্তু বিদায়ের শঙ্কা থেকে যাওয়ায় পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না ডোনারুম্মা-জর্জিনহোরা।
প্রতিবেশী ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াই জিতলে বা ড্র করলে সরাসরি নকআউটে পা রাখবে ইতালি। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে আলবেনিয়া-স্পেন ম্যাচের দিকে। স্পেন জিতলে গ্রুপের তৃতীয় হয়ে পরবর্তী রাউন্ডের পা বাড়াতে পারবে আজ্জুরিরা।
এমন ম্যাচে লেফট-ব্যাক ফেদেরিকো ডিমারকোকে ছাড়া কৌশল আঁটতে হচ্ছে কোচ লুসিয়ানো স্পালেত্তিকে। এ ছাড়া স্কোরার সংকটও মাথায় রাখতে হচ্ছে আজ্জুরি বসকে। তবে অনেক ক্রোয়েট ফুটবলারকে ঘনিষ্ঠভাবে জানার কারণে কিছুটা সুবিধা নিতে পারেন স্পালেত্তি।
স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ক্রোয়েশিয়া পরবর্তী ধাক্কা খায় আলবেনিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে। একদম খাদের কিনারে থাকা ক্রোয়েটরা। শুধুমাত্র জয়ই তাদেরকে নিশ্চিত নিতে পারে নক-আউটে। ড্র করলেও সম্ভাবনা আছে যদি আলবেনিয়া হারে স্পেনের কাছে। আর আলবেনিয়া ড্র করলে নকআউটে যাবে তারাই।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।