ছবি: সংগৃহীত
বাংলাদেশকে ১১৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে এ টার্গেট পূরণ করতে হবে ১২ ওভার ১ বলে। বৃষ্টির পর ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন লিটন দাস। প্রথম ওভারে তোলেন ১৩ রান।
দ্বিতীয় ওভারে বদলে যায় চিত্রপট। ফজল হক ফারুকির শিকার হন তানজিদ হাসান তামিম। এ নিয়ে তিন ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি। এটি সর্বশেষ ৪ ইনিংসে তার তৃতীয় ডাক।
বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ডাকের রেকর্ড স্পর্শ করেছেন বাঁহাতি এ ওপেনার। এর আগে এ রেকর্ড ছিল উগান্ডার রজার মুকাসার। চলতি বিশ্বকাপে তিনি তিনবার শূন্য রানে আউট হয়েছিলেন।
পরের ওভারে জাড়া আঘাত হানেন নাভিন। মিড উইকেট ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরের বলে ফিরতি ক্যাচে সাকিব আর হাসানকে আউট করেন নাভিন।
দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। তবে আবারও বৃষ্টি নামায় খেলা বন্ধ রয়েছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।