Apan Desh | আপন দেশ

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে হেড কোচের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৪, ২৭ জুন ২০২৪

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে হেড কোচের পদত্যাগ

ছবি: সংগৃহীত

ফেবারিট হিসেবে নবম টি-২০ বিশ্বকাপে পা রেখেছিল শ্রীলঙ্কা। কিন্তু চরম ভরাডুবিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে লঙ্কানরা। সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দলটির হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ক্রিস সিলভারউড। ব্যক্তিগত কারণ দেখিয়ে দেখিয়ে শ্রীলঙ্কার হেড কোচ থেকে পদত্যাগ করেছেন এ ৪৯ বছর বয়সী ইংলিশ কোচ। 

বৃহস্পতিবার (২৭ জুন) সিলভারউডের সরে দাঁড়ানোর বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। 

শ্রীলঙ্কা দলের পরামর্শক কোচের পদ থেকে মাহেলা জয়াবর্ধনের পদত্যাগের দিনে সিলভারউডও সরে দাঁড়ালেন। টি-২০ বিশ্বকাপে লঙ্কানদের সুপার এইটে তুলতে না পারার ব্যর্থতার দায় নিয়েই তারা সরে দাঁড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন>> এশিয়া কাপের সূচিতে পরিবর্তন

এসএলসির প্রকাশিত বিবৃতিতে সিলভারউড বলেন, ‘আন্তর্জাতিক কোচ হওয়া মানে দীর্ঘসময়ের জন্য ভালোবাসার মানুষদের থেকে দূরে থাকা। আমার পরিবারের সঙ্গে দীর্ঘ আলাপের পর আমার মন এখন আবেগে উদ্বেলিত, মনে হছে, এখন সময় ঘরে ফেরার।’

৪৯ বছর বয়সী ইংলিশ কোচ বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেটের অংশ হতে পারাটা আমার জন্য সম্মানের। আমি দারুণ সব স্মৃতি নিয়ে যাচ্ছি।’

২০২২ সালের এপ্রিলে শ্রীলঙ্কার দায়িত্ব নেন সিলভারউড। দলটির দায়িত্ব নেয়ার পরপরই দলটিকে এশিয়া কাপের শিরোপা এনে দেন তিনি। অর্থনৈতিক সংকটের সময় তার অধীনে অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজও হারিয়েছিল লঙ্কানরা। 

২০২৩ সালের এশিয়া কাপেও শ্রীলঙ্কা রানার্স আপ হয়। কিন্তু মাত্র ছয়মাসের মধ্যে দুটি বিশ্বকাপে পর্যুদস্ত হওয়ার পর কোচের দায়িত্ব ছাড়লেন সিলভারউড।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়