Apan Desh | আপন দেশ

ভারত-দ. আফ্রিকার ফাইনাল আজ, বৃষ্টির শঙ্কা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ২৯ জুন ২০২৪

আপডেট: ১৫:৪৬, ২৯ জুন ২০২৪

ভারত-দ. আফ্রিকার ফাইনাল আজ, বৃষ্টির শঙ্কা

ছবি : সংগৃহীত

দেখতে দেখতে শেষের পথে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর মাত্র একটি ম্যাচের পরেই পর্দা নামবে আসরটির। শনিবার (২৯ জুন) বার্বাডোজে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এবারের বিশ্বকাপে প্রায় পুরো আসরেই বৃষ্টি ভুগিয়েছে। ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালেও বৃষ্টি বাগড়া ছিল। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি হানা দিতে পারে বার্বাডোজের ফাইনালেও।

বিশ্বকাপের সুপার এইটের কোনো ম্যাচ আর দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে ছিল না। তবে ফাইনালে বৃষ্টি চোখ রাঙালেও রিজার্ভ ডে আছে। কিন্তু বার্বাডোজে রিজার্ভ ডেতেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। শেষ পর্যন্ত যদি রিজার্ভ ডেও বৃষ্টিতে ভেসে যায়, ফাইনাল ম্যাচ সম্পন্ন না হয়, তাহলে শিরোপা নির্ধারণ হবে কীভাবে?

আরও পড়ুন>>> ’ফাইনালের ভীত নয় দক্ষিণ আফ্রিকা’

চলমান বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ফাইনালের নির্ধারিত দিনে বৃষ্টি হলে ম্যাচের ওভার কাটার আগে অপেক্ষা করা হবে ১৯০ মিনিট বা ৩ ঘণ্টা ১০ মিনিট। ম্যাচে ফল আনতে গেলে কমপক্ষে দুই দলের খেলা হতে হবে ১০ ওভার করে। এ ১০ ওভার করে খেলাও যদি ফাইনালের দিন শেষ না হয়, তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে।

এরপর রিজার্ভ ডেতে গিয়ে খেলা শেষ না হলে ভারত–দক্ষিণ আফ্রিকাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ম্যাচ টাই হয়ে যদি সুপার ওভারে গড়ায় এবং আবহাওয়ার কারণে সুপার ওভার না হতে পারে, তাহলেও দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এখানে আর টুর্নামেন্টের আগের অংশে কোন দল এগিয়ে বা পিছিয়ে ছিল, সেটা দেখা হবে না। ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই দলই অবশ্য ফাইনালে উঠেছে অপরাজিত থেকে।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়