Apan Desh | আপন দেশ

ফাইনালে নাগরিক ছুটি ঘোষণা কলম্বিয়ায়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ১৩ জুলাই ২০২৪

ফাইনালে নাগরিক ছুটি ঘোষণা কলম্বিয়ায়

ছবি : সংগৃহীত

ফাইনালের দিন সরকারি ছুটি ঘোষণা কলম্বিয়ায়। সোমবার (১৫ জুলাই) ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে শিরোপা জয়ের মিশনে নামবে দেশটি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

এদিনের খেলা ঘিরে আশার আলো দেখছেন সমর্থকরা। তাই ফাইনালের দিন নাগরিক ছুটি ঘোষণা করেছেন দেশটির সরকার প্রধান গুস্তাভো পেত্রো।

সম্প্রতি জাতিসংঘের এক শান্তি মিশনে নিউইয়র্কে গিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। সেখানে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তার ভাষ্য, কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে। সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা জয়ের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করব।

পেত্রো আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটিকে আমি উৎসাহ দিচ্ছি। কর্মীদের নিয়ে একসঙ্গে কলম্বিয়ান ঐক্য উদযাপন করার জন্য। সরকারি এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এদিন তাদের কর্মীদের আনন্দের সুযোগ করে দেবেন। 

২০০১ সালে কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল কলম্বিয়া। শ্রেষ্ঠত্বের লড়াই শেষে সেবারই শিরোপা উৎসব করেছিল দেশটি। ২৩ বছর আবার ফাইনালে উঠেছে তারা। এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে উড়িয়ে উল্লাসের অপেক্ষায় কলম্বিয়ানরা।

আপন দেশ/কেএইচ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়