ছবি: সংগৃহীত
অলিম্পিক গেমসকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। অলিম্পিকের এবারের আসর শুরু করতে প্রস্তুত প্যারিস। শহরজুড়ে সাজসাজ রব। অ্যাথলেটরা এখনো প্যারিসে পৌঁছায়নি। বিশ্বের কয়েক হাজার সংবাদ কর্মীর ভিড়ে মুখরিত মিডিয়া সেন্টার। কড়া নিরাপত্তা নেয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে।
আইফেল, লু ভ, সজ এলিজে প্যারিসের সব আইকনিক স্থাপনা সেজেছে অলিম্পিক সাজে। এর মাঝেও (ব্যতিক্রম) পার্ক দু ভেল। এখানকার প্রস্তুতি, নিরাপত্তা, জনসমাগম সবচেয়ে বেশি।
বিগেস্ট শো অন আর্থকে সামনে রেখে দশ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। পর্যটকের সংখ্যা এখনো কম। তবে গণমাধ্যম কর্মীদের আনাগোনা বেশি। একসঙ্গে ১ হাজারের বেশি সংবাদকর্মীদের কাজের জন্য খুলে দেয়া হয়েছে মেইন প্রেস সেন্টার।
এছাড়া সন্ত্রাসী ধরতে ব্যবহার করা হচ্ছে এআই প্রযুক্তি। বড় ভবনের ছাদে রাইফেল হাতে স্নাইপার রাখা হয়েছে। নিরাপত্তার কড়াকড়িতে শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ নিষেধ। ৪৫ হাজার পুলিশ ও প্যারামিলিটারি থাকছে নিরাপত্তার দায়িত্বে। সেনাবাহিনীর দশ হাজার সৈন্য ও বিশ হাজার বেসরকারী নিরাপত্তারক্ষী থাকবে। প্রায় ১৭০ দেশের ৩৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করবে।
অলিম্পিক কমিটির বাইরেও স্থানীয় আয়োজকরা খুলেছে প্যারিস মিডিয়া সেন্টার। ঘণ্টায় ঘণ্টায় চলছে সংবাদ সম্মেলন। আছে ইয়োগা, মেডিটেশনের সুবিধা।
আপন দেশ/কেএইচ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।