Apan Desh | আপন দেশ

অলিম্পিক উদ্বোধনীর আগে রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ২৬ জুলাই ২০২৪

অলিম্পিক উদ্বোধনীর আগে রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা

ছবি: সংগৃহীত

প্যারিসে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা। তার আগেই দ্রুতগতির রেল নেটওয়ার্কে (টিজিভি) অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এতে বেশকিছু রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। 

শুক্রবার (২৬ জুলাই) ফরাসি ট্রেন অপারেটর সংস্থা এসএনসিএফ বলেছে, দেশের হাইস্পিড রেল নেটওয়ার্ক স্তব্ধ করে দিয়েছে কিছু অসৎ ব্যক্তি ৷ একাধিক জায়গায় অগ্নিসংযোগ ও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। খবর এএফপির।

সংস্থাটি বলেছে,  বৃহস্পতিবার রাতভর রেল নেটওয়ার্ককে অচল করে দিতে দফায় দফায় ব্যাপক হামলা হয়। প্যারিসের পশ্চিম, উত্তর ও পূর্বে চলে যাওয়া টিজিভি রেল লাইনগুলোর তিনটি স্থানে রেললাইনে আগুন দেয়া হয়। তবে দক্ষিণের একটি স্থানে অগ্নিসংযোগের চেষ্টা ঠেকিয়ে দেয়া হয়েছে। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে।

এসএনসিএফ আরও বলেছে, রেল ব্যবস্থাকে অচল করে দিতে ‘বিদ্বেষপূর্ণ তৎপরতা’ চালানো হয়েছে। এতে মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। ভিন্ন লাইন দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। তবে অনেক যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করতে হবে। এ সপ্তাহর পরিস্থিতি এমনই থাকবে।

ফ্রান্সের সংবাদমাধ্যম বিএফএমটিভিতে রেল কোম্পানি এসএনসিএফের প্রেসিডেন্ট বলেছেন, ৮ লাখ যাত্রী দুর্ভোগে পড়েছে। রেল নেটওয়ার্ককে অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত করা হয়েছিল। কিন্তু এখন এ নেটওয়ার্ক যত দ্রুত সম্ভব সচল করতে শত শত কর্মকর্তাকে কাজে লাগাতে হচ্ছে।

ফ্রান্সের পুলিশ কর্মকর্তারা এ হামলাকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে বর্ণনা করে জানান, এ ঘটনা অলিম্পিক গেমসের সঙ্গে যুক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ফ্রান্সের পরিবহন মন্ত্রী প্যাট্রিস ভারগ্রিয়েট বলেন, সমস্ত ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে এগুলি অপরাধমূলক কর্মকাণ্ড।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়