ছবি : সংগৃহীত
প্যারিসের অলিম্পিক্স ভিলেজে মৃত্যু হল সামোয়ার বক্সিং কোচের। শনিবার (২৭ জুলাই) গেমসের প্রথম দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে লিওনেল এলিকার। প্যারিস অলিম্পিক্স কমিটির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গেমস ভিলেজে।
আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, বক্সিং কোচের মৃত্যুতে আমরা আইবিএ পরিবার সমবেদনা জানাচ্ছি। সামোয়ার জাতীয় বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতোর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতিও আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। খেলাধুলার প্রতি লিওনেলের অবদান উদাহরণ হয়ে থাকবে। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
বক্সিং কোচের মৃত্যুর বিষয়টি জানিয়েছে সামোয়ার অলিম্পিক কমিটিও। উল্লেখ্য, প্যারিস অলিম্পিকে বক্সার আতো প্লডজিকি সামোয়ার প্রতিনিধিত্ব করছেন।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।