Apan Desh | আপন দেশ

ভারতকে কাঁদিয়ে এশিয়া সেরা শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ২৮ জুলাই ২০২৪

আপডেট: ১৯:৩৬, ২৮ জুলাই ২০২৪

ভারতকে কাঁদিয়ে এশিয়া সেরা শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে বাজিমাত করলো শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ভারতকে কাঁদিয়ে প্রথমবার নারী এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে চামারি আথাপাত্তুর দল।  

রোববার (২৮ জুলাই) ডাম্বুলায় আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা নারী দল। ৮ বল হাতে রেখেই ভারতের দেয়া ১৬৬ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

ফাইনালে টসে জিতে আগে ব্যাটিং নেয় ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ওপেনার স্মৃতি মান্ধানার ৪৭ বলে ৬০ এবং রিচে ঘোষের ঝোড়ো ১৪ বলে ৩০ ও জেমিমা রদ্রিগেসের ১৬ বলে ২৯ রানের সুবাদে ৬ উইকেটে ১৬৫ রান করে ভারত।  

সে রান তাড়ায় নেমে শ্রীলঙ্কার দুই টপ অর্ডার ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। চামারি আথাপাত্তুর ৪৩ বলে ৬১ এবং হর্ষিতা সামারাবিক্রমার ৫১ বলে ৬৯ রানের সুবাদে অনায়াস জয় পায় শ্রীলঙ্কা। ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন কাভিসা দিলহারি। এর আগে বল হাতেও ২ উইকেট নেন তিনি।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়