ছবি : সংগৃহীত
ফ্রান্সিংয়ে পুরুষ ইপেই ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে প্যারিস অলিম্পিকসের পদক তালিকায় রোববার (২৮ জুলাই) শীর্ষে উঠে এসেছে জাপান। এ বিভাগে সোনা জিতেছেন কোকি কানো। তিনি ১৫-৯ ব্যবধানে হারিয়েছেন ফ্রান্সের ইয়ানিক বোরেলকে।
আসরে জাপনের এটি চতুর্থ সোনা। সমান সংখ্যক সোনা জিতেছে অস্ট্রেলিয়াও। রুপাও দুই দেশ জিতেছে ২টি করে। তবে একটি ব্রোঞ্জ জিতে এগিয়ে জাপানই।
সাঁতারে ফ্রান্সের দর্শকদের আনন্দে ভাসিয়েছেন লিও মারশাঁ। ২০০৮ সালে কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পসের গড়া রেকর্ড ভেঙে জিতেছেন ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা। সুইমিং পুলে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের তোরি হুসকে। আবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অ্যাডাম পিটির হ্যাট্রিক স্বপ্ন ভেঙেছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি।
তিনে থাকা যুক্তরাষ্ট্রের সোনা ৩টি হলেও মোট পদক তাদেরই সবচেয়ে বেশি, ১২টি।
রোববার (২৮ জুলাই) শেষে পদক তালিকা (শীর্ষ দশ)
সোনা রুপা ব্রোঞ্জ সর্বমোট
জাপান ৪ ২ ১ ৭
অস্ট্রেলিয়া ৪ ২ ০ ৬
যুক্তরাষ্ট্র ৩ ৬ ৩ ১২
ফ্রান্স ৩ ৩ ২ ৮
দ. কোরিয়া ৩ ২ ১ ৬
চীন ৩ ১ ২ ৬
ইতালি ১ ২ ৩ ৬
কাজাখস্তান ১ ০ ২ ৩
বেলজিয়াম ১ ০ ১ ২
জার্মানি ১ ০ ০ ১
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।