Apan Desh | আপন দেশ

গর্ভে সন্তান নিয়ে অলিম্পিকে লড়ছেন মিসরীয় নারী

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:২৩, ৩০ জুলাই ২০২৪

গর্ভে সন্তান নিয়ে অলিম্পিকে লড়ছেন মিসরীয় নারী

ছবি : সংগৃহীত

সাত মাসের সন্তান পেটে নিয়ে প্যারিস অলিম্পিকের ফেন্সিংয়ে লড়লেন মিসরীয় নারী নাদা হাফেজ। বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। তবে ইতোমধ্যেই শেষ ষোলো থেকে বাদ পড়েছেন তিনি।

উত্তর আফ্রিকার দেশ মিসরের রাজধানী কায়রো থেকে উঠে আসা ২৬ বছর বয়সী নাদা হাফেজ পেশায় একজন চিকিৎসক।

এ নিয়ে টানা তিন অলিম্পিক ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত স্যাবরে ইভেন্টে অংশ নিলেন নাদা হাফেজ। সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও প্যারিস অলিম্পিকের মঞ্চে নাদা দারুণ লড়াই করায় অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন।

প্যারিসের গ্রঁ পালাইয়ে গতকাল নিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তার্তাকোভস্কিকে ১৫-১৩ পয়েন্টে হারিয়ে শেষ ষোলোয় ওঠেন নাদা। তবে শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ান প্রতিযোগী হা-ইয়াং জিওনের সঙ্গে পেরে ওঠেননি; হেরে যান ১৫-৭ পয়েন্টে।

প্যারিস অলিম্পিক থেকে বিদায় নেয়ার সময় দর্শকদের করতালিতে সিক্ত হন নাদা। হাত নেড়ে দর্শকদের অভিবাদনের জবাব দেয়ার মুহূর্তে কেঁদেও ফেলেন।

নাদা হাফেজ ইনস্টাগ্রামে গর্ভে সন্তান নিয়ে খেলার কথা জানান। অন্তঃসত্ত্বা হয়েও প্যারিস অলিম্পিকে মিসরকে প্রতিনিধিত্ব করার পেছনে স্বামী ইব্রাহিম ইহাব ও পরিবারেরও অবদান আছে বলে মনে করেন নাদা।

ইনস্টাগ্রামে তিনি লেখেন, আমি ও আমার সন্তান শারীরিক ও মানসিকভাবে (প্রতিপক্ষকে) দারুণ চ্যালেঞ্জ জানাতে পেরেছি। এটা গর্বের। এটা আমার মাতৃত্বকে পূর্ণতা দিয়েছে।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়