ছবি: ফাইল ছবি
বসন্ত জীবন শুরু হয়েছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পের। কিছুদিন আগেই স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। এরপর তিনি নতুন প্রেমিকা পেয়েছেন বলেও জোরালো গুঞ্জন আছে। এবার জানা গেল, আস্ত একটা ক্লাবই কিনে ফেলতে যাচ্ছেন ২৫ বছর বয়সী এ ফরোয়ার্ড।
ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’ জানিয়েছে, ফ্রান্সের দ্বিতীয় স্তরের দলটির নাম ‘কায়েন’। দুই কোটি ইউরো খরচের মাধ্যমে এ ক্লাবের ৮০ শতাংশের বেশি শেয়ারের মালিক হবেন এমবাপ্পে। বর্তমানে ক্লাবটির বেশিরভাগ শেয়ারের মালিক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘ওয়াকট্রি’।
২০১৩ সালে ক্লাবটিতে যোগ দেয়ার কথা ছিল এমবাপ্পের। কিন্তু ক্লাবটি লিগ-আ থেকে দ্বিতীয় স্তরে নেমে যাওয়ায় তিনি মোনাকোতে যোগ দেন।
গত মৌসুমে লিগ ২–এ পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে ছিল কায়েন। এ ক্লাবে ২০১৩ সালে যোগ দিয়েছিলেন এমবাপ্পের জাতীয় দলের সতীর্থ এনগোলো কান্তে। দুই মৌসুমে খেলেছেন ৭৫টি ম্যাচ। গোল করেছেন ৪টি।
এমবাপ্পের যেহেতু এ ক্লাবে খেলার কথা ছিল, তাই নতুন করে গুঞ্জন উঠেছে যে ক্যারিয়ারের কোনো এক সময় তিনি এ ক্লাবে খেলতে পারেন। এর আগে দিদিয়ের দ্রগবা নিজের ক্লাব ফোনিক্স রাইজিংয়ের হয়ে খেলেছিলেন।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।