ছবি: সংগৃহীত
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে প্রথমবার মাঠে গড়াতে নারী চ্যাম্পিয়ন্স লিগের আসর। টুর্নামেন্টটিতে অংশ নিতে সোমবার (১২ আগস্ট) ভুটানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের চার নারী ফুটবলার।
২০২৪ সাল থেকে যাত্রা শুরু করা টুর্নামেন্টটির প্রথম আসরে জায়গা পায়নি কোনো বাংলাদেশি ক্লাব। তারপরও টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বাংলাদেশের চার ফুটবলার।
বাংলাদেশের চার নারী ফুটবলার হলেন সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্না চাকমা। ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসি’র হয়ে অংশগ্রহণ করবেন তারা। এ চার ফুটবলারের সঙ্গে ৩ সপ্তাহের চুক্তি করেছে থিম্পু কলেজ এফসি।
অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ থাকায় থিম্পু কলেজ এফসি‘র হয়ে খেলতে বাফুফে প্রথমে ছাড়পত্র দিতে চায়নি।
পরে মেয়েদের নতুন অভিজ্ঞতা হবে, সে চিন্তা থেকেই পরে অনুমতি দেয়া হয়েছে।
‘ডি’ গ্রুপে আছে ভুটানের এ ক্লাবটি । প্রতিপক্ষ ইরানের বাম খাতুন ফুটবল ক্লাব ও হংকংয়ের কিচে স্পোর্টস ক্লাব। গ্রুপ পর্বের ২ ম্যাচ ২৫ এবং ২৮ আগস্ট।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।