Apan Desh | আপন দেশ

মেসিহীন মিয়ামির শেষ ষোল থেকে বিদায়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ১৪ আগস্ট ২০২৪

মেসিহীন মিয়ামির শেষ ষোল থেকে বিদায়

ছবি : সংগৃহীত

কলম্বাস ক্রুর কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মিয়ামি। ২ গোলে এগিয়ে থেকেও কলম্বাসের দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ গোলে হেরে শেষ ষোলোয় যাত্রা শেষ করেছে মেসির দল। 

মিয়ামির হারের দিনে দলে ছিলেন না লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন এলএমটেন।

এরপর থেকে আর মাঠে ফেরা হয়নি তার। লিগ কাপের রাউন্ড অব সিক্সটিনে ইন্টার মায়ামিও হেরেছে তারকা এ ফুটবলারের অনুপস্থিতিতে।

লিগ কাপের গত মৌসুমে মায়ামিতে যোগ দিয়েই লিওনেল মেসি জিতেছিলেন লিগস কাপ। হয়েছিলেন টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা (১০)। পেয়েছিলেন সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও।

ম্যাচে ১০ম মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ দ্বিগুণ করেন। ২ গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ায় কলম্বাস।

৬৭ মিনিটে  যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির দ্বিতীয় গোলটি জয় এনে দেয় কলম্বাসকে।

লিওনেল মেসির মাঠে ফেরা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্চে না। ক্লাবের সূত্রে খবর আছে , চোটে আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

যদিও আগস্টের শেষদিকে মেসিকে মাঠে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। 

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়