ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করলেন পরিচালক জালাল ইউনুস। সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডে ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান ছিলেন তিনি। পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এর মনোনয়নে।
প্রক্রিয়া মেনে ফারুক আহমেদকে বিসিবি সভাপতি করতে গেলে আগে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেতে হবে। সেটি করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।
ফারুকের পাশাপাশি নাজমুল আবেদীন ফাহিমকে আনার জন্য এনএনসি মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি পরিচালক হওয়া জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে পদত্যাগ করার নির্দেশনা দেয়া হয়েছে আজ (১৯ আগষ্ট) সকালে। তা মেনে জালাল ইউনুস ইতোমধ্যে পদত্যাগ করেছেন বলেও নিশ্চিত করেছে একটি সূত্র।
তবে সাজ্জাদুল এখনও পদত্যাগ করেননি, সেটি তিনি জানিয়েছেন নিজেই। সরাসরি না বললেও তার কথায় সেটি পরিষ্কার, আজ সকালে ফোন পেয়েছি আমি। এনএসসির সচিব আমিনুল ইসলাম আমাকে ফোন করে বলেন, সরকার চায় আপনি পদত্যাগ করুন। আমি বলে দিয়েছি, আপনাদের কোন সিদ্ধান্ত থাকলে আমাকে জানিয়ে দিন। আমার কথা এটুকুই।
তাহলে নিজে থেকে পদত্যাগ করবেন না? এমন প্রশ্নেও সাজ্জাদুলের জবাব, আপনারা যা বোঝার বুঝে নিন।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।