ফাইল ছবি
দিনের শুরুতে বিসিবিতে আসেন তামিম ইকবাল। এরপর ক্রীড়া উপেদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিসিবিতে আসেন। পরে ক্রীড়া উপেদেষ্টাকে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখান তামিম। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুর শের-ই-বাংলায় আসেন সাবেক এ তামিম ইকবাল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), অ্যাকাডেমি মাঠ, প্র্যাকটিস গ্রাউন্ডসহ পুরো শেরেবাংলা ঘুরে দেখেন আসিফ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবালসহ বিসিবির কর্তাব্যক্তিরা। মাঠ পরিদর্শনের আগে গ্র্যান্ড স্ট্যান্ডে দাঁড়িয়ে তাকে পুরো মাঠের বিভিন্ন অংশ দেখান তামিম। পরে তারা প্রবেশ করেন মাঠে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিসিবিতে গেলেন আসিফ মাহমুদ। বিসিবির অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য উপদেষ্টার এ সৌজন্য সাক্ষাৎ।
তামিমও শেরেবাংলায় এসেছেন দীর্ঘদিন পর। জাতীয় দলের বাইরে আছেন এক বছরের বেশি সময় ধরে। ঢাকা প্রিমিয়ার লিগের পর তাকে দেখা যায়নি মাঠের ক্রিকেটে। ভিন্নরূপে হলেও তিনি ফিরেছেন মাঠে। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কেটেছে সময়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।