Apan Desh | আপন দেশ

এক ওভারে ৩৯ রানের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ২০ আগস্ট ২০২৪

আপডেট: ১৪:২৭, ২০ আগস্ট ২০২৪

এক ওভারে ৩৯ রানের বিশ্বরেকর্ড

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন এক ওভারে করা সর্বোচ্চ ৩৬ রান ছিল। ২০০৭ সালের বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছ’টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ। সে বিশ্বরেকর্ড ভেঙে গেল মঙ্গলবার (২০ আগষ্ট)। সামোয়ার উইকেটরক্ষক-ব্যাটার ড্যারিয়াস ভিসের এক ওভারে নিলেন ৩৯ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সামোয়া বনাম ভানুয়াতুর ম্যাচে ভিসের এ বিশ্বরেকর্ড গড়লেন। ম্যাচে ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর ওভারে ভিসের ছ’টি ছক্কা মারেন। সে সঙ্গে নিপিকো তিনটি নো বল করেন। ফলে এক ওভারে ওঠে ৩৯ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এখন এটাই এক ওভারে সর্বোচ্চ রানের নজির। 

ভিসের ওই ম্যাচে ৬২ বলে ১৩২ রান করেন। ১৭৪ রান তোলে সামোয়া। ভানুয়াতুর ইনিংস শেষ হয় ১৬৪ রানে। ১০ রানে ম্যাচ জিতে নেয় সামোয়া। যে নিপিকো এক ওভারে ৩৯ রান দিলেন, তিনি ব্যাট হাতে ওপেন করতে নেমে ৫২ বলে ৭৩ রান করেন। কিন্তু ম্যাচ জেতাতে পারেননি।

যুবরাজের পর সাম্প্রতিক সময়ে এক ওভারে ৩৬ রান নিয়েছিলেন কিয়েরন পোলার্ড (২০২১), নিকোলাস পুরান (২০২৪), দীপেন্দ্র সিং এইরি (২০২৪) ও যৌথভাবে রোহিত শর্মা-রিংকু সিংয়ের (২০২৪)।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়