Apan Desh | আপন দেশ

সাকিবের ওপর রাজনীতির প্রভাব পড়বে না: শান্ত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪২, ২০ আগস্ট ২০২৪

আপডেট: ১৯:৫৪, ২০ আগস্ট ২০২৪

সাকিবের ওপর রাজনীতির প্রভাব পড়বে না: শান্ত

ফাইল ছবি

দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেটে তার অবস্থানকে কাজে লাগিয়ে রাজনীতিতে আসেন বাঁ-হাতি এ স্পিন অলরাউন্ডার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের অবস্থান পরিষ্কার না করায় সমর্থকদের রোষানলে পড়েন সাকিব। 

তিনি তখন টি-২০ লিগ খেলতে কানাডায় ছিলেন। ওই আসর শেষ করে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। পাকিস্তানের বিপক্ষে বুধবার (২১ আগস্ট) সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবেন তিনি। রাজনৈতিক প্রভাব সাকিবের ওপর পড়বে কিনা। এমন প্রশ্নের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল শান্ত। 

জবাবে অধিনায়ক জানান, সাকিব পেশাদার ক্রিকেটার। তার ওপর রাজনীতির প্রভাব পড়বে না। তিনি অনেকদিন ধরে খেলছেন। তিনি তার দায়িত্ব সম্পর্কে জানেন। কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয় তা জানেন। আশা করি, সিরিজে তিনি বিশেষ কিছু করবেন।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়