ফাইল ছবি
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে নারীদের টি-২০ বিশ্বকাপ। আসরটি বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে আসরটি সরে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার (২০ আগস্ট) আইসিসির বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে।
বোর্ড পরিচালকরা জানান, বাংলাদেশের এ পরিস্থিতিতে সেখানে বৈশ্বিক ইভেন্ট হতে পারে না। মনে করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিশ্বকাপ সরিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছে। বিশ্বকাপ আমিরাতে হলেও বাংলাদেশ আনুষ্ঠানিক আয়োজক থাকবে।
সিলেট এবং ঢাকায় টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। এবারের নারীদের টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ১০ দল। আসরটি সরে আরব আমিরাতে গেলেও দেশটির ক্রিকেট দল আসরে অংশ নিতে পারবে না।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।