ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলির মেয়াদ আগামী নভেম্বরে শেষ। এরপর দায়িত্ব নেয়ার কথা রয়েছে তার। এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
মঙ্গলকার (২০ আগস্ট) এ ভিডিও বার্তায় তৃতীয় মেয়াদের আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানান বার্কলি। এর আগে এ পদে দায়িত্ব পালনের ইচ্ছে প্রকাশ করেছিলেন জয় শাহ।
এছাড়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারাও জয় শাহকে সমর্থন দিয়েছেন। যে কারণে নির্বাচনের আগেই জয় শাহর চেয়ারম্যান হওয়া অনেকটাই নিশ্চিত।
আইসিসির পরিচালকদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে থাকেন। ১৬ জন ভোটারের মধ্যে ৯ জনের (৫১ শতাংশ) সমর্থন পেলেই চেয়ারম্যান হওয়া যায়।
আপন দেশ/ কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।