Apan Desh | আপন দেশ

বন্যার্তদের জন্য সাহায্য চাইলেন বাংলা টাইগাররা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ২২ আগস্ট ২০২৪

আপডেট: ১৮:০৮, ২২ আগস্ট ২০২৪

বন্যার্তদের জন্য সাহায্য চাইলেন বাংলা টাইগাররা

ছবি: ফাইল ছবি

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাংলাদেশ আজ ভালো নেই। দেশের একটা বড় অংশ তলিয়ে যাচ্ছে বন্যার পানিতে। ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। 

এমন অবস্থায় সারাদেশের সব শ্রেণিপেশার মানুষের মতোই বেশ উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটাররা। বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন হৃদয়, সোহান, শরিফুলরা।

বন্যার পানিতে আটকে পড়া এক শিশুর ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে বেশ চর্চা। যদিও অনেকেই দাবি করেছেন ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা। সে ছবিটিই নিজের ফেসবুকে শেয়ার করেছেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। ছবিটির ক্যাপশনে নিজের হতাশার কথা জানানোর পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করেছেন এ ক্রিকেটার।

ক্রিকেটাররা ব্যস্ত আছেন ক্রিকেট মাঠে, হৃদয় ‘এ’ দলের সঙ্গে আর শরিফুল জাতীয় দলের সঙ্গে আছেন পাকিস্তানে। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথমদিন দলের হয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন শরিফুল। এরপর রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বন্যার্তদের জন্য সহায়তা চেয়ে কুরআনের একটি আয়াত শেয়ার করেন এই বাঁ-হাতি পেসার।

পাকিস্তানে অবস্থান করা আরেক ক্রিকেটার তাওহীদ হৃদয় স্বীকার করেছেন নিজের অসহায়ত্বের কথা। নুরুল হাসান সোহানের মতো একই ছবি পোস্ট করে তার ক্যাপশনে এ ক্রিকেটার লিখেছেন, নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দূর্যোগে পাশে থাকতে পারি না। 

বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।

সবাই আশা করছেন যত দ্রুত সম্ভব দুর্যোগ কেটে যাবে।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়